নিজস্ব প্রতিনিধি: তামিল ফিল্ম ইন্ডাস্ট্রিতে খুশির আবহাওয়া। বিয়ে করলেন সকলের পছন্দের তারকা জুটি অশোক সেলভান এবং অভিনেত্রী কীর্তি পান্ডিয়া। ১৩ সেপ্টেম্বর একটি ঐতিহ্যবাহী তামিল অনুষ্ঠানের মাধ্যমে গাঁটছড়া বাঁধলেন তারকা জুটি। তাঁদের বিয়ের আসর বসেছিল তামিলনাড়ুর তিরুনেলভেলিতে তাঁদের আম্মাল ফার্মে, সেখানেই বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের সান্নিধ্যে বিবাহ সম্পন্ন হয় তাঁদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের বিয়ের ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। বিয়ের পর অশোক এবং কীর্তি দুজনেই তাঁদের ঐতিহ্যবাহী বিয়ের ছবি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এছাড়াও তাঁদের মালা বিনিময় এবং কীর্তির গলায় অশোকের মঙ্গলসূত্র বাঁধার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
নবদম্পতি পরিবার এবং বন্ধুদের সঙ্গেও ছবি তুলেছেন। রীতি অনুযায়ী, অভিনেতা ও অভিনেত্রী সাদা বিয়ের পোশাকে সেজে উঠেছিলেন। কীর্তির বোন রম্যা পান্ডিয়ান, দিদির বিয়ের সমস্ত ছবি নিজের টুইটারে শেয়ার করে লিখেছেন, “শুভ বিবাহিত জীবন আমার প্রিয় কানমানি @iKeerthiPandian এবং আমাদের পরিবারে স্বাগতম আমাদের প্রিয় মাপিলাই @AshokSelvan।” অশোক এবং কীর্তি অনেক বছর ধরেই একে অপরকে ডেট করছেন। কয়েক মাস আগে তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে। প্রতিবেদন অনুসারে, নবদম্পতি সাদা, ক্রিম এবং সবুজ রঙের ছায়ায় তাঁদের বিবাহের জন্য সবুজ-বান্ধব থিমের সাজসজ্জা বেছে নিয়েছিলেন। অভিনেতারা সোশ্যাল মিডিয়ায় নিজেদের স্বামী এবং স্ত্রী হিসাবে প্রথম ছবিগুলি ভাগ করেছিলেন। তাঁদের পোস্টটি ভাইরাল হওয়ার পরপরই, তাঁদের ইন্ডাস্ট্রির সহকর্মীরা মন্তব্য বিভাগে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।
এই দম্পতি চেন্নাইতে একটি গ্র্যান্ড রিসেপশনও আয়োজন করবেন বলে জানা গিয়েছে। যেখানে তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির বেশ কিছু সেলিব্রিটি উপস্থিত থাকবেন বলে রিপোর্ট। এদিকে, কাজের ফ্রন্টে, অশোক এবং কীর্তিকে পরবর্তীতে ধিনাকরণ শিবলিঙ্গমের ব্লু স্টারে একসঙ্গে দেখা যাবে, যা খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা পা রঞ্জিত দ্বারা নির্মিত। এই ছবিই তাঁদের প্রথম অন-স্ক্রিন সহযোগিতা৷