প্রকাশ্যে প্রভাসের 'রামচন্দ্র'য়ের লুক
Share Link:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি প্রকাশ্যে এল ওম রাউত পরিচালিত 'আদিপুরুষ' ছবিতে রামের চরিত্রে থাকা প্রভাসের লুক। এই ছবিতে প্রভাসের মোটা গোঁফ, মাথায় 'দেব আনন্দ'য়ের মতন টুপি। মাস্ক নামানো থুতনিতে। উল্লেখ্য, রামায়ণের প্রেক্ষাপটে তৈরি ছবিতে ‘আদিপুরুষ’-এর চরিত্রে দেখা যাবে প্রভাসকে। 'আদিপুরুষ'য়ে রাবণের চরিত্রে দেখা যাবে সইফ আলি খানকে। আর সীতার চরিত্রে দেখা যাবে কৃতি শ্যানন। ‘শুভ শক্তির সামনে অশুভ শক্তির পরাজয়’ এই কাহিনীকে ভিত্তি করেই পরিচালক ওম রাউত তৈরি এই পৌরাণিক সিনেমা। ‘বাহুবলি’, ‘বাহুবলি-২’ এরপর আরও এক বার পৌরাণিক চরিত্রে দর্শকরা দেখবেন প্রভাস কে।
'আদিপুরুষ'য়ের শুটিংয়ের কাজ চলছে। গ্রাফিক্স ও স্পেশ্যাল এফেক্টসের কাজ দেখা যাবে এই ছবিটিতে। আপাতত 'বাবা' হওয়ার দরুন শুটিং থেকে কিছুদিনের ব্রেক নিয়েছেন সইফ আলি খান। বড় বাজেটের ছবি হতে চলেছে 'আদিপুরুষ'। মোশন ক্যাপচার টেকনোলজিতে শুট হবে এই ছবি। মূলত, আন্তর্জাতিক প্রযুক্তির ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করা হয়।
'আদিপুরুষ'য়ের শুটিংয়ের কাজ চলছে। গ্রাফিক্স ও স্পেশ্যাল এফেক্টসের কাজ দেখা যাবে এই ছবিটিতে। আপাতত 'বাবা' হওয়ার দরুন শুটিং থেকে কিছুদিনের ব্রেক নিয়েছেন সইফ আলি খান। বড় বাজেটের ছবি হতে চলেছে 'আদিপুরুষ'। মোশন ক্যাপচার টেকনোলজিতে শুট হবে এই ছবি। মূলত, আন্তর্জাতিক প্রযুক্তির ক্ষেত্রে এই টেকনোলজি ব্যবহার করা হয়।
That Look ????????
— VARMA™ (@OnlyForPrabhass) February 21, 2021
That C-U-T-O-U-T ????
That Meesam ????
That Transformation From One Movie To Another Movie????????
Just #Prabhas Things ????????#Adipurush pic.twitter.com/npXYDSAP8X
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment