27ºc, Haze
Friday, 24th March, 2023 9:25 pm
নিজস্ব প্রতিনিধি, মুম্বই: বলিউড বাদশা শাহরুখ খানের ‘পঠান’ এর মতো বক্স অফিসে উত্তাল ঝড় না তুলতে পারলেও মুক্তির ১১ দিনেই ১০০ কোটি টাকা ব্যবসার রেকর্ড করতে চলছে রণবীর কাপুর-শ্রদ্ধা কাপুরের রমকম মুভি ‘তু ঝুটি ম্যাঁয় মক্কার’। গতকাল শুক্রবার মুক্তির ১০ দিনের মাথায় লভ রঞ্জন পরিচালিত ছবিটির আয় ৯৭ কোটি ৭৫ লক্ষ টাকা ছাড়িয়েছে। আজ শনিবারই ব্যবসা ১০০ কোটি ছাড়াবে বলে আশাবাদী ছবির প্রযোজকরা।
গত ৮ মার্চ মুক্তি পেয়েছিল রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যাঁয় মক্কার’। মুক্তির পরেই দর্শকদের কাছ থেকে বিপুল সাড়া পেয়েছিল রোমান্টিক আর কমেডিয়ানের মেলবন্ধনে তৈরি ছবি। মুক্তির পরে প্রথম শুক্রবারে ছবিটি বক্স অফিসে পাঁচ কোটি টাকার ব্যবসা করেছিল। যদিও গতকাল দ্বিতীয় শুক্রবারে সেই ব্যবসা খানিকটা নিম্নমুখী। গতকাল মোট পৌনে চার কোটি টাকা আয় করেছে লভ রঞ্জনের ছবি। দেশের বাজারে ১০০ কোটি টাকার গণ্ডি না ছাড়াতে পারলে দেশ ও বিদেশ মিলে প্রথম ১০ দিনে ১০৯ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
তবে শুক্রবার আয় গত সপ্তাহের তুলনায় কমলেও রানি মুখোপাধ্যায়, কপিল শর্মা, কিচ্চা সুদীপদের ছবিকে ব্যবসার নিরিখে টেক্কা দিয়েছে ‘তু ঝুটি ম্যাঁয় মক্কার’। রানি মুখোপাধ্যায়ের ছবি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ মুক্তির দিনে মাত্র ১ কোটি ২৭ লক্ষ টাকার ব্যবসা করেছে। কপিল শর্মার ‘জুইগোটি’র ব্যবসার হাল আরও খারাপ। পরিচালক নন্দিতা দাসের ছবি মুক্তির দিনে ঘরে তুলেছে ৫০ লাখ টাকার কম। দক্ষিণী তারকা কিচ্চা সুদীপের ছবি ‘কব্জা’ হিন্দি বলয়ে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার ব্যবসা করতে সক্ষম হয়েছে। অর্থাৎ নতুন মুক্তিপ্রাপ্ত তিন ছবির মোট ব্যবসার চেয়ে রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি ম্যাঁয় মক্কার’ শুক্রবার বেশি আয় ঘরে তুলেছে।