এই মুহূর্তে




‘পরশুরাম’-এর ছ্যাকায় বোল্ড-আউট গীতা, কথা, ফুলকিরা, TRP-তে কার কার দাপট বেশি?




নিজস্ব প্রতিনিধি: টিআরপি-তে নিজের জায়গা অটল রেখেছে পরশুরাম। স্বস্তিতে স্টার জলসা। আজ বৃহস্পতিবার (২৬ জুন), সময়মতো চলে এসেছে ধারাবাহিকের রিপোর্ট কার্ড। যার জন্যে গোটা সপ্তাহ অপেক্ষা করে থাকেন সিরিয়ালের কলাকুশলী থেকে পরিচালক সকলেই। ধুকপুকানি শুরু হয়ে যায় নির্মাতাদের। কারণ টিআরপি-তে কম নম্বর এলেই বিদায় ঘন্টা বেজে যায় ধারাবাহিকগুলির। গত কয়েক সপ্তাহে অনেক মেগা ধারাবাহিক শেষ হয়েছে। টিআরপির আসনে নিজেদের জায়গা হারাতেই ধারাবাহিকগুলির দাপট কমেছিল। তার ফল হয়েছে বিদায়। দুর্বল স্কোরের কারণেই শেষ করে দেওয়া হয়েছে দুগ্গামণি, নিম ফুলের মধু-র মতো ধারাবাহিকগুলি।

যাই হোক, এদিকে কয়েক সপ্তাহে একগুচ্ছ ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসা এবং জি বাংলায়। যার মধ্যে রয়েছে, তুই আমার হিরো, চিরদিনই তুমি যে আমার, পরশুরাম, চিরসখা-সহ একাধিক। কিন্তু তাদের মধ্যে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে পরশুরাম। শুরু থেকেই ধারাবাহিক টিআরপির শীর্ষস্থান দখল করে রেখেছে। যার ফলে পরিণীতার দাপট একটু কমেছে। টিআরপিতেই তার প্রমাণ মিলছে। কারণ এ সপ্তাহের টিআরপির আসনে প্রথমে স্থানে রয়েছে, ‘পরশুরাম’, দ্বিতীয় হয়েছে ‘ফুলকি’, তৃতীয়স্থান দখল করেছে তিনটি ধারাবাহিক, ‘রাঙামতী তীরন্দাজ’, জগদ্ধাত্রী এবং পরিণীতা। চতুর্থ আসনে রয়েছে ‘গৃহপ্রবেশ’, এবং পঞ্চমে রয়েছে ‘চিরসখা’। শুরু থেকেই চিরসখা ধারাবাহিকটি দারুণ প্রশংসা কুড়োচ্ছে। দুজন বৃদ্ধ যুগলের গল্প দেখানো হচ্ছে এই ধারাবাহিকে। যা দর্শকরা ভালই চেটেপুটে উপভোগ করছে।

এবার দেখে নিন TRP-এর রেটিং চার্ট….

প্রথম: পরশুরাম ৭.২ (স্টার জলসা)
দ্বিতীয়: ফুলকি ৭.০ (জি বাংলা)
তৃতীয়ত: ‘রাঙামতী তীরন্দাজ’, জগদ্ধাত্রী এবং পরিণীতা ৬.৭ (জি বাংলা)
চতুর্থত: গৃহপ্রবেশ ৬.৩ (স্টার জলসা)
পঞ্চমত: চিরসখা ৫.১ (জি বাংলা)     
ষষ্ঠ: কথা ৫.৯ (জি বাংলা)
সপ্তম: কোন গোপনে মন ভেসেছে ৫.১ (জি বাংলা)
অষ্টম: চিরদিনই তুমি যে আমার ৫.০ (জি বাংলা)
নবম: মিত্তির বাড়ি (স্টার জলসা) ৪.৪
দশম: গীতা LLB (স্টার জলসা) ৪.০

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘ভেবেছিলাম মরেই যাব’, ক্যান্সারের কঠিন দিনগুলি কীভাবে পার করলেন মণীষা কৈরালা?

কুম্ভে মালা বেচতে গিয়ে ভাইরাল, মোনালিসার শুটিং দেখতে জনসমুদ্র, অবরুদ্ধ রাস্তা

‘কিংডম’ রিলিজের আগেই অসুস্থ বিজয় দেবেরাকোন্ডা, হাসপাতালে ভর্তি, কী হয়েছে অভিনেতার?

মহারাষ্ট্র বিধানসভায় ধুন্ধুমার! ‘হাম হোঙ্গে কাঙ্গাল’ গেয়ে ফের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন কুণাল কামরা

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ