'শেষ হাসি আমরাই হাসবো', বললেন রিয়ার আইনজীবী
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বলিউডে মাদক মামলায় ফের তৎপর নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। সূত্রের খবর অনুযায়ী কিছুদিন আগে মাদক মামলায় ৩০,০০০ পৃষ্ঠার একটি চার্জশিট তৈরি করে এনসিবি। যেখানে অভিযুক্ত ৩৩ জন সহ রয়েছে রিয়া চক্রবর্তীর নামও। এদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ীদের নামও।
এবার সেই মামলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আইনজীবি সতীশ মানেশিন্দে। তিনি বলেছেন, 'কোনওভাবেই রিয়া চক্রবর্তীকে এনসিবি সমস্ত প্রচেষ্টার মাধ্যমে তাঁকে দড়ি দিয়ে সামনে টেনে নেওয়া হচ্ছে। গোটা এনসিবি টিম উপর থেকে নিচ পর্যন্ত বলিউডের ড্রাগ কেসে নিযুক্ত।' তিনি আরও জানিয়েছেন, 'তদন্ত চলাকালীন পরিচিত মুখের বিরুদ্ধে খুব কমই উদ্ধোগ নিতে দেখা গেছে, কিন্তু কেন? তাহলে কি অভিযোগগুলি মিথ্যা ছিল, না সত্যি একথা একমাত্র ঈশ্বরই জানেন। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এই মামলার কোন অস্তিস্ব নেই। শেষ হাসিটা আমরাই হাসবো। সত্যমেব জয়তে।'
গতবছর ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ! প্রাথমিক তদন্তে পুলিশের দাবি ছিল, আত্মহত্যা করেছেন সুশান্ত! কিন্তু কেন তিনি এই পথ বেছে নিয়েছেন সে উত্তর দিতে পারেনি মহারাষ্ট্র পুলিশ! শেষ পর্যন্ত সুশান্ত মৃত্যু তদন্তের ভার পায় সিবিআই! মৃত্যু তদন্ত চলাকালীন ড্রাগের গন্ধ পায় সিবিআই। গ্রেফতার হন সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক। জেরা করা হয় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান-সহ বলিউডের বহু হেভিওয়েটদের! গতবছের অগাস্টে মাদককাণ্ডে দুটি পৃথক মামলা রুজু করে এনসিবি। সেপ্টেম্বরে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন রিয়া, শৌভিক-সহ আরও বেশ কয়েকজন। আপাতত দু'জনেই জামিনে মুক্ত।
এবার সেই মামলা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রিয়া চক্রবর্তীর আইনজীবি সতীশ মানেশিন্দে। তিনি বলেছেন, 'কোনওভাবেই রিয়া চক্রবর্তীকে এনসিবি সমস্ত প্রচেষ্টার মাধ্যমে তাঁকে দড়ি দিয়ে সামনে টেনে নেওয়া হচ্ছে। গোটা এনসিবি টিম উপর থেকে নিচ পর্যন্ত বলিউডের ড্রাগ কেসে নিযুক্ত।' তিনি আরও জানিয়েছেন, 'তদন্ত চলাকালীন পরিচিত মুখের বিরুদ্ধে খুব কমই উদ্ধোগ নিতে দেখা গেছে, কিন্তু কেন? তাহলে কি অভিযোগগুলি মিথ্যা ছিল, না সত্যি একথা একমাত্র ঈশ্বরই জানেন। রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে এই মামলার কোন অস্তিস্ব নেই। শেষ হাসিটা আমরাই হাসবো। সত্যমেব জয়তে।'
গতবছর ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ! প্রাথমিক তদন্তে পুলিশের দাবি ছিল, আত্মহত্যা করেছেন সুশান্ত! কিন্তু কেন তিনি এই পথ বেছে নিয়েছেন সে উত্তর দিতে পারেনি মহারাষ্ট্র পুলিশ! শেষ পর্যন্ত সুশান্ত মৃত্যু তদন্তের ভার পায় সিবিআই! মৃত্যু তদন্ত চলাকালীন ড্রাগের গন্ধ পায় সিবিআই। গ্রেফতার হন সুশান্তের চর্চিত বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক। জেরা করা হয় দীপিকা পাড়ুকোন, সারা আলি খান-সহ বলিউডের বহু হেভিওয়েটদের! গতবছের অগাস্টে মাদককাণ্ডে দুটি পৃথক মামলা রুজু করে এনসিবি। সেপ্টেম্বরে মাদককাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হন রিয়া, শৌভিক-সহ আরও বেশ কয়েকজন। আপাতত দু'জনেই জামিনে মুক্ত।
More News:
18th April 2021
'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র জন্য পেক্ষাগৃহ নয়, ওটিটি-ই ভরসা সঞ্জয়ের
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
আলমবাজারে বিক্ষোভের মুখে পার্ণো! লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
17th April 2021
Leave A Comment