এই মুহূর্তে




‘রক্ত-ঘাম ঝরিয়েও তাঁদের চোখে আমি অকর্মা…’, বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন অমল মালিক




নিজস্ব প্রতিনিধি: সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করলেন প্রখ্যাত গায়ক ও সঙ্গীত পরিচালক আরমান মল্লিকের বড় ভাই, অমল মালিক। হতাশাই মুখ্য কারণ। বৃহস্পতিবার (২০ মার্চ) সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা নোট শেয়ার করে হৃদয়ের সমস্ত যন্ত্রণার কথা তুলে ধরলেন বলিউডের প্রখ্যাত সুরকার অনু মালিকের ভাইপো অমল মালিক। কয়েক দশক ধরে বলিউডের সংগীতমহলে দাপিয়ে বেড়াচ্ছে মালিক পরিবার। একাধিক ব্লকবাস্টার হিন্দি গানের সুরকার অনু মালিক। তাঁর দুই ভাইপো অনু মালিক এবং অমল মালিকও বলিউডের তরুণ প্রজন্মের জনপ্রিয় গায়ক। কিন্তু আচমকাই কী হল অমলের? বাবা-মাকে দুষিয়ে পরিবার ছাড়ার সিদ্ধান্ত নিলেন কেন তিনি? গায়ক তাঁর হৃদয়বিদারক নোটে লিখেছেন, তিনি তাঁর পরিবারের জন্য অনেক রক্ত ​​এবং ঘাম ঝরিয়েছেন, কিন্তু তাঁর পরিবার সর্বদা তাঁকে অবজ্ঞা করেছে, যার ফলে তিনি ক্লিনিকাল ডিপ্রেশনে আক্রান্ত হয়ে গিয়েছিলেন।

ডাবু মালিকের ছেলে অমল তাঁর ইনস্টাগ্রামে একটি পোস্টে লিখেছেন, “আমি এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি আমার কষ্টের কথা আর বলতে পারছি না কাউকে। বছরের পর বছর ধরে, মানুষের জন্য নিরাপদ জীবন তৈরির জন্য দিনরাত পরিশ্রম করেও আমাকে এমন অনুভূতি দেওয়া হচ্ছে যে, আমার কোনও ক্ষমতা নেই। আমি আমার প্রতিটি স্বপ্ন বাতিল করে দিয়েছি, কিন্তু তাও শুনতে হচ্ছে আমি কী করেছি? গত দশকে প্রকাশিত ১২৬টি সুর তৈরি করতে আমি আমার রক্ত, ঘাম এবং অশ্রু ঝরিয়েছি, তাও আমাকে কেউ কোনও মূল্য দিচ্ছে না। আমি প্রতিটি স্বপ্ন তাদের জন্য এক হাতের নাগালে এনেছি, যাতে তারা বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। কারো ভাগ্নে হওয়ার জন্যে নয়, বরং আমি এবং আমার ভাই সম্পূর্ন নিজস্ব দক্ষতায় প্রতিষ্ঠিত হয়েছি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Amaal Mallik (@amaal_mallik)

অমল আরও বলেন, “আমাদের দুজনের জন্যই যাত্রাটি দুর্দান্ত ছিল। কিন্তু আমার বাবা-মায়ের আচরণের কারণে আমরা ভাই এখন আমার থেকে অনেক দূরে চলে গেছে। এই সবকিছুই আমাকে নিজের জন্য পদক্ষেপ নিতে বাধ্য করেছে। আমার হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়েছে। বহু বছর ধরে তারা আমার সমস্ত বন্ধুত্ব, সম্পর্ক, আমার মানসিকতা, আমার আত্মবিশ্বাসকে ছোট করেছে। কিন্তু আমি কেবল এগিয়ে চলেছি কারণ আমি জানি আমি পারব। আজ আমরা যা কিছুর উপর দাঁড়িয়ে আছি তা শুধুমাত্র সর্বশক্তিমানের আশীর্বাদ।” এরপর ক্লিনিক্যাল ডিপ্রেশনে আক্রান্ত হওয়ার বিষয় নিয়ে ‘লড়কি বিউটিফুল কার গায়ি চুল’-এর সুরকার লিখেছেন, “কিন্তু আজ আমি এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছি যেখানে আমার শান্তি কেড়ে নেওয়া হয়েছে, মানসিকভাবে আমি ক্লান্ত, আর্থিকভাবেও। কিন্তু এটাই আমার সবচেয়ে কম উদ্বেগের বিষয়। আসলে গুরুত্বপূর্ণ বিষয় হল এই ঘটনার কারণে আমি ক্লিনিক্যাল ডিপ্রেশনে ভুগছি। তাই আজ, ভারাক্রান্ত হৃদয়ে, আমি ঘোষণা করছি যে আমি এই ব্যক্তিগত বন্ধনগুলি থেকে সরে আসছি। এখন থেকে, আমার পরিবারের সঙ্গে আমার যোগাযোগ শুধুমাত্র পেশাদার হবে। এটি রাগের বশে নেওয়া কোনও সিদ্ধান্ত নয়, বরং আমার জীবনকে সুস্থ করার এবং পুনরুদ্ধার করার জন্যে সিদ্ধান্ত।” অমলের এই পোস্টটি ঝড়ের বেগে এখন ভাইরাল। তবে তার ভাই আরমান মালিক সহ অমলের পরিবার এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি। অমল বলিউডের একাধিক জনপ্রিয় গানের সুর দিয়েছেন, যার মধ্যে রয়েছে, সুরাজ দোবা হ্যায়, বোল দো না জারা, জব তক, কৌন তুঝে, আমি জে তোমার 3.0, কয়েকটি নাম।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘হাঁটু-ব্যাথা সারাতে ১৫ দিন নিজের মূত্র পান করেছি’, বিস্ফোরক দাবি পরেশ রাওয়ালের

ফাঁকা আসন নিয়ে শ্রীনগর যাচ্ছে বিমান, সন্ত্রাস বিধ্বস্ত ভূস্বর্গের ছবি পোস্ট করলেন অতুল

মিশর থেকে ‘ভূত’ সঙ্গে নিয়ে ফিরেছেন, ভয়াবহ অভিজ্ঞতা ‘লায়লা মজনু’ অভিনেত্রীর

বেঁচে ফিরেছিলেন মৃত্যুর মুখ থেকে, ৩ কোটিরও বেশি টাকায় বিক্রি হল টাইটানিক যাত্রীর চিঠি  

ভারতে নিষিদ্ধ ‘আবির গুলাল’-এর জন্যে কত পারিশ্রমিক নিয়েছেন পাক-অভিনেতা ফাওয়াদ?

‘আমার জীবন তছনছ করে দিয়েছিল’, শনির সাড়ে সতীর ক্রোধের শিকার মনোজ বাজপেয়ী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর