অক্টোবরেই মুক্তি পাচ্ছে রাজামৌলির ৪৫০ কোটির ছবি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে প্রকাশ্যে এল রাজামৌলি পরিচালিত 'আর আর আর' ছবির মুক্তির তারিখ। এদিন ছবির পরিচালক রাজামৌলি জানিয়েছেন আগামী ১৩ অক্টোবর গোটা বিশ্বজুড়ে, নানান ভাষায় মুক্তি পাবে 'আরআরআর'। ছবির শ্যুটিং-এর শুরু থেকেই অনুরাগীদের মধ্যে উন্মাদন ছিল চরমে। গত বছরেই মুক্তির কথা ছিল রাজামৌলির এই পিরিয়ডিক ধর্মী সিনেমার। কিন্তু করোনার আবহে মুক্তি পিছিয়ে যায়।
এরই সঙ্গে শ্যুটিং চলাকালীন পরিচালক এস এস রাজামৌলি করোনায় আক্রান্ত হন। যার জেরে বন্ধ হয়ে যায় এই ছবির শ্যুটিং। তবে কিছুদিন আগেই 'আরআরআর'-এর সমস্ত কাজ শেষ হয়েছে। শুধুমাত্র পোস্ট-প্রোডাকশন বাকি রয়েছে বলে জানা গিয়েছে। আর সেই কারণেই আগামী ১৩ অক্টোবর মুক্তির তারিখ ঘোষণা করেছেন রাজামৌলি।
৪৫০ কোটির বাজেটের 'আরআরআর ' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণ তেজা ও জুনিয়র এনটি আর'কে। নায়িকার ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন অজয় দেবগণ।
মূলত তেলেগু প্রদেশের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সেথারাম রাজু ও কোমারাম ভীমের জীবন কাহিনী নির্ভর ছবি।
Witness the unstoppable force of fire and water on October 13, 2021. #RRRMovie #RRRFestivalOnOct13th@tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @thondankani @RRRMovie @DVVMovies pic.twitter.com/NCIHHXQ8Im
— rajamouli ss (@ssrajamouli) January 25, 2021
এরই সঙ্গে শ্যুটিং চলাকালীন পরিচালক এস এস রাজামৌলি করোনায় আক্রান্ত হন। যার জেরে বন্ধ হয়ে যায় এই ছবির শ্যুটিং। তবে কিছুদিন আগেই 'আরআরআর'-এর সমস্ত কাজ শেষ হয়েছে। শুধুমাত্র পোস্ট-প্রোডাকশন বাকি রয়েছে বলে জানা গিয়েছে। আর সেই কারণেই আগামী ১৩ অক্টোবর মুক্তির তারিখ ঘোষণা করেছেন রাজামৌলি।
৪৫০ কোটির বাজেটের 'আরআরআর ' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রাম চরণ তেজা ও জুনিয়র এনটি আর'কে। নায়িকার ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। অতিথি শিল্পী হিসেবে রয়েছেন অজয় দেবগণ।
Witness the unstoppable force of fire and water on October 13, 2021. #RRRMovie #RRRFestivalOnOct13th@tarak9999 @AlwaysRamCharan @ajaydevgn @aliaa08 @oliviamorris891 @thondankani @RRRMovie @DVVMovies pic.twitter.com/NCIHHXQ8Im
— rajamouli ss (@ssrajamouli) January 25, 2021
মূলত তেলেগু প্রদেশের দুই স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সেথারাম রাজু ও কোমারাম ভীমের জীবন কাহিনী নির্ভর ছবি।
More News:
3rd March 2021
3rd March 2021
2nd March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
Leave A Comment