'ইন্ডাস্ট্রির অনেকেই বিজেপির সমর্থক', আজব দাবি রুদ্রনীলের
Share Link:

নিজস্ব প্রতিনিধি: বিজেপিতে যোগ দিয়েই টলিউডের রাজনীতি নিয়ে আক্রমণ শানিয়েছেন রুদ্রনীল ঘোষ। বিজেপির এই তরতাজা সৈনিক সম্প্রতি মন্তব্য করেছেন টলিউডের অন্দরে ‘মাফিয়ারাজ’ চলছে। সেই জন্যই নাকি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাচ্ছেন একের পর এক প্রযোজক। সম্প্রতি আবারো এক ভিন্ন মন্তব্য করলেন তিনি। এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ' ন্ডাস্ট্রির অনেকেই বিজেপির প্রতি রাজনৈতিক সমর্থন জানিয়েছেন কিন্তু কাজ চলে যাওয়ার ভয়ে মুখ খোলেন না।' তিনি আরো জানিয়েছেন, 'বাইরে তো বিজেপি করলে মারধর করা হচ্ছে, শাসানো হচ্ছে। এইভাবে আটকানো যাবে না। মানুষ ঠিক ভোটবাক্সে তাঁর মতপ্রকাশ করবেন।'
অন্যদিকে, ‘কাঠমুন্ডু’ কো-স্টার সোহম চক্রবর্তী জানিয়েছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর সকল শিল্পীকে তাঁর যোগ্য মর্যাদা দেওয়া হয়েছে।' উল্লেখ্য, বিজেপিতে যোগদানের পর থেকেই রুদ্রনীলকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি, কটাক্ষের বন্যা। এমনকি তাঁর বক্তব্যকে নিয়ে মুখ খুলতে ছাড়েননি তাঁর সতীর্থরা। তবে অভিনয় জগতে নয়, সম্প্রতি তাঁর খবরের শিরোনামে থাকার মূল কারণ হল রাজনীতি।
অন্যদিকে, ‘কাঠমুন্ডু’ কো-স্টার সোহম চক্রবর্তী জানিয়েছিলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবার পর সকল শিল্পীকে তাঁর যোগ্য মর্যাদা দেওয়া হয়েছে।' উল্লেখ্য, বিজেপিতে যোগদানের পর থেকেই রুদ্রনীলকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিমের ছড়াছড়ি, কটাক্ষের বন্যা। এমনকি তাঁর বক্তব্যকে নিয়ে মুখ খুলতে ছাড়েননি তাঁর সতীর্থরা। তবে অভিনয় জগতে নয়, সম্প্রতি তাঁর খবরের শিরোনামে থাকার মূল কারণ হল রাজনীতি।
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment