এই মুহূর্তে




সত্যিই কি অভিনয় ছেড়ে দিচ্ছেন, মুখ খুললেন সব্যসাচী চক্রবর্তী




নিজস্ব প্রতিনিধি: গত বছরেই বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে নিজেই জানিয়েছিলেন তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন। যদিও বিষয়টি পাঁচকান হতেই অভিনেতা নিজেই জানিয়ে ছিলেন, না তাঁর কথার ব্যখ্যা অন্যরকম ধরা হয়েছিল। এদিকে তাঁকে আগামিতে টলিউডের বিগ বাজেটের ছবি ‘দেবী চৌধুরানী’-তে দেখা যাবে। হ্যাঁ, কথা হচ্ছে কিংবদন্তি অভিনেতা সব্যসাচী চক্রবর্তীকে নিয়ে, অর্থাৎ টলিউডের ফেলুদা। মাঝে অসুস্থ হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তিনি। তবে এখন মোটামুটি সুস্থ। কিন্তু তাঁর স্ত্রী অভিনেত্রী মিঠু চক্রবর্তী ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন। অন্যদিকে সব্যসাচী চক্রবর্তীও অভিনয় থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছেন। তবে কি সত্যিই তিনি অভিনয় ছেড়ে দিচ্ছেন?

এবার অভিনেতা নিজেই বিষয়টা খোলাসা করলেন। সম্পূর্ণভাবে অভিনয় নাকি ছাড়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন সব্যসাচী চক্রবর্তী। এ বিষয়ে অভিনেতা জানালেন, গত মার্চ মাসে তাঁর স্ত্রীর ক্যান্সারের অস্ত্রোপচারের পরেই তাঁর বুকে পেসমেকার বসেছিল। তাই তিন মাস বিশ্রামে ছিলেন তিনি। এরপর থেকেই ধূমপান বন্ধ। শুটিংয়ে গিয়ে লুকিয়ে ধূমপান করলেও স্ত্রীর বকাঝকাতে বন্ধ করে দিয়েছেন সম্পূর্ণভাবে। ফোন থেকেও নিজেকে দূরে রাখেন অভিনেতা। চেনা পরিচিতরা ছাড়া কারোর ফোন তেমন ধরেন না অভিনেতা। আর ২ বছর আগে থেকেই অভিনয় করা কমিয়ে দিয়েছেন তিনি। তবে কি অভিনয় থেকে অবসর নিচ্ছেন? হ্যাঁ, আপাতত সেটাই ভাবছেন অভিনেতা।

আসলে অভিনেতার মতে, এই বয়সে তাঁর জন্যে আর কোনও চরিত্র নেই। ‘ফেলুদা’-র চরিত্রে তাঁর এখন একঘেয়ে লাগে। তাই নতুন কিছু না হলে তিনি আর অভিনয় করবেন না। ‘দেবী চৌধুরানী’ ছবিতেও তিনি প্রথমে অভিনয় করতে চাননি। জোর করে তাঁকে নেওয়া হল। তবে তিনি অসুস্থ হয়ে পড়ায় ছবির শুটিং কিছুদিন বন্ধ হয়ে যায়। তাই বাধ্য হয়ে অভিনয় শেষ করেছেন। আর এখন তিনি কমেডি, অ্যাকশন-সহ সমস্ত ধরনের অভিনয় করতে চান। অভিনয় ছেড়ে দেবেন বলে প্রায় ২২ টি হিন্দি কাজ ফিরিয়ে দিয়েছেন। কাজ না করলে কোনও কাজই করবেন না তিনি। এদিকে অভিনয় থেকে তাঁর অবসরের সিদ্ধান্ত তাঁর স্ত্রী কিছুতেই মেনে নিতে রাজি নন। কারণ তিনি বাড়িতে থাকলে খিটখিটে বুড়োর মতো ব্যবহার করবেন তাই। শেষে তিনি আরও বলেন, তিনি সমাজমাধ্যমে নেই, কিন্তু তাঁর অনেক ফ্যানপেজ রয়েছে। তাঁরাই তাঁর নামে ভুয়ো কোনও সোশ্যাল অ্যাকাউন্ট থাকলে দায়িত্ব নিয়ে বন্ধ করায়। তাই সোশ্যাল অ্যাকাউন্ট নেই বলে তিনি কোনও অনুশোচনা করেন না।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

যোগা অনুশীলন করতে গিয়ে সমুদ্রে তলিয়ে গেলেন রুশ অভিনেত্রী

অভিনয় থেকে অবসর নিচ্ছি না, ২৪ ঘন্টার মধ্যে ডিগবাজি সুবিধাবাদী বিক্রান্তের

মঞ্চে ‘রামায়ণ’ চলাকালীন শুয়োরের পেট ছিঁড়ে মাংস ভোজন, গ্রেফতার অভিনেতা

মুকুটে নয়া পালক! ২০২৫ অস্কার দৌড়ে ইমনের গান, প্রতিদ্বন্দ্বী টেইলর, লেডি গাগা-রা

প্রাক্তন প্রেমিক ও তার বান্ধবীকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে গ্রেফতার নার্গিস ফখরির বোন

শুধু বিক্রান্ত ম্যাসি নয়, কেরিয়ারের শীর্ষে পৌঁছে অভিনয়কে বিদায় জানিয়েছেন এঁরাও….

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর