কথা রাখলেন সলমন, পেক্ষাগৃহেই মুক্তি পাবে অভিনেতার ছবি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কথা রাখলেন সলমন খান। কিছুদিন আগেই হল মালিক ও ডিস্ট্রিবিউটাররা সলমনকে চিঠি দিয়েছিলেন, যে অভিনেতা যেন নিজের ছবি সিনেমাহলেও মুক্তি দেন। লকডাউনে সিনেমার ব্যবসায় ভাঁটা পড়েছে। হল মালিকেরা আর পেক্ষাগৃহ চালাতে পারছেন না। ওটিটির রমরমায় হলের ব্যবসা লাটে ওঠার খাপ। তাই সলমনের মতো তারকার ছবি যদি সিনেমা হলে না মুক্তি পায় তাহলে পথে বসে যাবেন হল মালিকেরা।
আর সেই ডাকে সাড়া দিয়ে এদিন সলমন খান জানিয়েছেন, তাঁর আগামী ছবি 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' সিনেমাহলে ইদের দিন মুক্তি পাবে। আগামী ১২ মে ইদের দিন মুক্তি পাবে তাঁর এই ছবি। সলমন জানিয়েছেন, দুঃখিত এতটা সময় নিয়ে নেওয়ার জন্য। প্রত্যেক হল মালিকদের আশ্বস্ত করছি যে আমার ছবি হলেও মুক্তি পাবে। এটা খুবই বড় ঘোষণা, বাস্তব সময়ের ভিত্তিতে। ডিস্ট্রিবিউটার ও হল মালিকদের আর্থিক দুরবস্থার কথা আমি জানি, আর তাদের পাশে দাঁড়াতেই সিনেমাহলে মুক্তি পাবে আমার ছবি 'রাধে: ইওর মোস্ট ওয়ানটেড ভাই। তার পরিবর্তে আমি তাদের কাছে আবদার জানাচ্ছি প্রত্যেকটি হল যেন সঠিকভাবে স্যানিটাইজ করা হয়। দর্শকদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাদের। সকলের ভালো হোক, সবাই সিনেমাহলে এসেই 'রাধে: ইওর মোস্ট ওয়ানটেড ভাই ' দেখুন।
গতবছরেই শেষ হয় এই ছবির শ্যুটিং। কিন্তু দেশজুড়ে কড়া লকডাউন লাগু থাকায় সিনেমাহল বন্ধের জন্য মুক্তি পায়নি এই ছবি। অপরদিকে ওটিটি প্ল্যাটফর্মে নিজের ছবির মুক্তির কথা চিন্তাভাবনা করছিলেন সলমন খান। কিন্তু হলমালিকদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন বলিউডের ভাইজান।
২০২০ সালের ইদে মুক্তির কথা ছিল সল্লু ভাইয়ের 'রাধে' ছবির। কিন্তু করোনা আবহে সেই মুক্তি পিছিয়ে যায়। বলিউডের বক্স অফিসে রাজ করেন সলমন। তাই তিনি নিজের ছবি পেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সলমন খানের 'রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' পরিচালনা করেছেন প্রভুদেবা। সলমন ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকি শ্রফ, দিশা পাটানি, রণদীপ হুডা, গৌতম গুলাটি।
আর সেই ডাকে সাড়া দিয়ে এদিন সলমন খান জানিয়েছেন, তাঁর আগামী ছবি 'রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' সিনেমাহলে ইদের দিন মুক্তি পাবে। আগামী ১২ মে ইদের দিন মুক্তি পাবে তাঁর এই ছবি। সলমন জানিয়েছেন, দুঃখিত এতটা সময় নিয়ে নেওয়ার জন্য। প্রত্যেক হল মালিকদের আশ্বস্ত করছি যে আমার ছবি হলেও মুক্তি পাবে। এটা খুবই বড় ঘোষণা, বাস্তব সময়ের ভিত্তিতে। ডিস্ট্রিবিউটার ও হল মালিকদের আর্থিক দুরবস্থার কথা আমি জানি, আর তাদের পাশে দাঁড়াতেই সিনেমাহলে মুক্তি পাবে আমার ছবি 'রাধে: ইওর মোস্ট ওয়ানটেড ভাই। তার পরিবর্তে আমি তাদের কাছে আবদার জানাচ্ছি প্রত্যেকটি হল যেন সঠিকভাবে স্যানিটাইজ করা হয়। দর্শকদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে আপনাদের। সকলের ভালো হোক, সবাই সিনেমাহলে এসেই 'রাধে: ইওর মোস্ট ওয়ানটেড ভাই ' দেখুন।
গতবছরেই শেষ হয় এই ছবির শ্যুটিং। কিন্তু দেশজুড়ে কড়া লকডাউন লাগু থাকায় সিনেমাহল বন্ধের জন্য মুক্তি পায়নি এই ছবি। অপরদিকে ওটিটি প্ল্যাটফর্মে নিজের ছবির মুক্তির কথা চিন্তাভাবনা করছিলেন সলমন খান। কিন্তু হলমালিকদের অনুরোধে সেই সিদ্ধান্ত থেকে সরে এলেন বলিউডের ভাইজান।
২০২০ সালের ইদে মুক্তির কথা ছিল সল্লু ভাইয়ের 'রাধে' ছবির। কিন্তু করোনা আবহে সেই মুক্তি পিছিয়ে যায়। বলিউডের বক্স অফিসে রাজ করেন সলমন। তাই তিনি নিজের ছবি পেক্ষাগৃহে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সলমন খানের 'রাধে-ইওর মোস্ট ওয়ান্টেড ভাই' পরিচালনা করেছেন প্রভুদেবা। সলমন ছাড়াও এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জ্যাকি শ্রফ, দিশা পাটানি, রণদীপ হুডা, গৌতম গুলাটি।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
এই অভিনেত্রীর সঙ্গে নিজের তুলনা করলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
Leave A Comment