এই মুহূর্তে




পঞ্চায়েতে সচিবজিকে চুম্বনের অভিজ্ঞতা কেমন, বিস্ফোরক রিঙ্কি




নিজস্ব প্রতিনিধি, মুম্বই: পরপর চারটি সিজনে দর্শক হৃদয় জয় করেছে পঞ্চায়েত। আর ফুলেরা গ্রাম পঞ্চায়েতের সচিবজির মন জয় করেছিলেন প্রধানজি মঞ্জু দেবীর মেয়ে রিঙ্কি। পঞ্চায়েতে রিঙ্কি চরিত্রে অভিনয়ের জন্য দর্শকদের থেকে ভালবাসা পেয়েছেন অভিনেত্রী সানভিকা। সম্প্রতি তিনি বলেছেন যে সচিবজির চরিত্রে অভিনয় করা জিতেন্দ্র কুমারের সঙ্গে একটি চুম্বন দৃশ্যের শুটিং করতে গিয়ে তিনি ‘অস্বস্তি’ বোধ করছেন। আসলে সানভিকার ভয় ছিল এই দৃশ্য দর্শকরা কীভাবে নেবেন তা ভেবে। কারণ পঞ্চায়েত এমন একটি সিরিজ যা আবাল বৃদ্ধ বনিতা গোটা পরিবার নিয়ে বসে সকলে দেখে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সানভিকা বলেন স্ক্রিপ্টের বর্ণনার সময় প্রথমে তাঁকে চুম্বন দৃশ্য সম্পর্কে জানানো হয়নি। পরে পরিচালক অক্ষত তাঁকে বলেন যে নির্মাতারা রিঙ্কি এবং সচিবজির চরিত্রের মধ্যে একটি চুম্বন দৃশ্য রাখতে চান। উত্তরে সানভিকা বলেন তিনি এই দৃশ্যে স্বচ্ছন্দ কিনা তা জানাতে দু’দিন সময় লাগবে।

সানভিকার কথায়, “আগে, দৃশ্যটি ভিন্ন ছিল। সচিবজি আর রিঙ্কি দু’জনেই গাড়িতে থাকবে, রিঙ্কি পড়ে যাবে, তারপর তারা চুমু খায়। তারপর আমি ভাবলাম পঞ্চায়েতে সব ধরণের দর্শক থাকে, যাদের বেশিরভাগই পরিবারের সদস্য। আমি চিন্তিত ছিলাম এই ভেবে যে মানুষ কীভাবে প্রতিক্রিয়া জানাবে। পাশাপাশি  আমিও স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। তাই আমি সেই সময় চুম্বন দৃশ্যে অভিনয়ে অস্বীকৃত হই। কিন্তু যখন আমরা চুম্বন দৃশ্যের শুট করছিলাম, পরে দেখলাম নির্মাতারা সেই দৃশ্যটি সরিয়ে ট্যাঙ্কের দৃশ্য ঢুকিয়ে দিয়েছে। এই দৃশ্যের শুট আগের দিনি হয়েছিল। নির্মাতারা বলেছিলেন, যে আমরা এটি খারাপভাবে দেখাব না, বরং নান্দনিক উপায়ে শুটিং করব। কিন্তু যখন আমরা শুটিং করছিলাম, তখন এটি অস্বস্তিকর মনে হয়েছিল।”

সানভিকা আরও বলেন, “কিন্তু জিতু (জিতেন্দ্র কুমার) খুব ভাল মানুষ। সে নিজেই অস্বস্তি দূর করে দিয়েছিল। এখনও পর্যন্ত, পরিবারের সঙ্গে এই বিষয়ে কোনও কথা হয়নি। কিন্তু তারা আমাকে যথেষ্ট বোঝেন, তাই মনে হয় না কোনও সমস্যা হবে।”

সানভিকা শেয়ার করেছেন যে দৃশ্যটি শেষ পর্যন্ত খুব ইঙ্গিতপূর্ণভাবে চিত্রায়িত হয়েছিল। ‘এটি এমন ছিল না যে আমরা আসলে চুম্বন করেছি।’ তারপরই তিনি বিষয়টির ব্যাখ্যা করেছে বলেন, পুরানো হিন্দি ছবিতে যেভাবে দুটি ফুলকে প্রধান চরিত্রগুলির মধ্যে চুম্বন বোঝাতে স্পর্শ করানো হত, সেভাবেই এখানেও দৃশ্য চিত্রায়িত হয়েছে। ২৪ জুন অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে পঞ্চায়েত সিজন ৪।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

লক্ষাধিক টাকা জরিমানা ও ৬ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা, হঠাৎ কী হল ‘হ্যারি পটার’ অভিনেত্রীর?

‘GenZ আমার গান ভুলেই গেছে, অপরাধী আঙ্কেল বলে ডাকে’, হারানো জনপ্রিয়তা নিয়ে আক্ষেপ শানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ