সবুজ সালওয়ারে সারার জুম্মা মুবারক
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কেরিয়ার আর ব্যক্তিগত জীবনে ভারসাম্য রেখে চলার ক্ষেত্রে অবশ্যই এক নম্বরে থাকবেন সারা আলি খান। কাজের জগত থেকে বেড়িয়ে ব্যক্তিগত পরিসরে কাছের মানুষদের সময় দেওয়ার ক্ষেত্রে তিনি সিদ্ধহস্ত। যার উদাহরন পাওয়া যায় তার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা মা অমৃতা রাও-এর সঙ্গে ‘হ্যাং-আউট’ বা কখনও পারিবারিক অনুষ্ঠানের ছবিতেই।
কেদারনাথ, সিম্বা, লভ আজ কাল-এর মতো সিনেমাতে নিজের দক্ষতা প্রকাশ করলেও তিনি খুবই সচেতন তার পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে। তাই সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন মা-র সঙ্গে। জনসমক্ষে স্বীকার করেছেন যে তিনি বাবার তুলনায় মায়ের অনেক কাছের। তার ট্যুইটার অ্যাকাউন্টে প্রায়শয়ই তার মা কিমবা ভাই ইব্রাহিমের সঙ্গে ছবিতে দেখা যায়।
সম্প্রতি তাঁকে দেখা গেল আজমের শরিফে। বলাবাহুল্য মায়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সেই ছবি। তাতেই উঠল ঝড়। ছবিতে মা-মেয়ে একই অবতারে ধরা পড়লেন। হালকা সবুজ রঙা সালওয়ার পড়েছেন দুজনেই। ছবিতে লিখেছেন, ‘জুম্মা মুবারাক’। শুধু তাই নয়, নবাব কন্যা দেশে করোনা আবহের কথা মাথায় রেখে মাস্ক পড়তে ভোলেননি।
প্রসঙ্গত, সারাকে শেষবার দেখা গিয়েছিল বরুন ধাওয়ানের বিপরীতে ‘কুলি নং ওয়ান’-এ। ইতিমধ্যেই তিনি অক্ষয় কুমার ও ধনুষের সঙ্গে ‘আতরঙ্গী রে’-র শ্যুটিং শেষ করেছেন। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। অভিনেত্রী বেশ কয়েকবার সিনেমা সেটের ছবিও শেয়ার করেছিলেন।
কেদারনাথ, সিম্বা, লভ আজ কাল-এর মতো সিনেমাতে নিজের দক্ষতা প্রকাশ করলেও তিনি খুবই সচেতন তার পরিবারকে সময় দেওয়ার ব্যাপারে। তাই সুযোগ পেলেই বেড়িয়ে পড়েন মা-র সঙ্গে। জনসমক্ষে স্বীকার করেছেন যে তিনি বাবার তুলনায় মায়ের অনেক কাছের। তার ট্যুইটার অ্যাকাউন্টে প্রায়শয়ই তার মা কিমবা ভাই ইব্রাহিমের সঙ্গে ছবিতে দেখা যায়।
সম্প্রতি তাঁকে দেখা গেল আজমের শরিফে। বলাবাহুল্য মায়ের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। নিজেই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেছেন সেই ছবি। তাতেই উঠল ঝড়। ছবিতে মা-মেয়ে একই অবতারে ধরা পড়লেন। হালকা সবুজ রঙা সালওয়ার পড়েছেন দুজনেই। ছবিতে লিখেছেন, ‘জুম্মা মুবারাক’। শুধু তাই নয়, নবাব কন্যা দেশে করোনা আবহের কথা মাথায় রেখে মাস্ক পড়তে ভোলেননি।
প্রসঙ্গত, সারাকে শেষবার দেখা গিয়েছিল বরুন ধাওয়ানের বিপরীতে ‘কুলি নং ওয়ান’-এ। ইতিমধ্যেই তিনি অক্ষয় কুমার ও ধনুষের সঙ্গে ‘আতরঙ্গী রে’-র শ্যুটিং শেষ করেছেন। এই ছবিতে সঙ্গীত পরিচালনা করেছেন এ. আর. রহমান। অভিনেত্রী বেশ কয়েকবার সিনেমা সেটের ছবিও শেয়ার করেছিলেন।
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment