এই মুহূর্তে




‘সর্দার জি ৩’ নিয়ে বিতর্ক তুঙ্গে, তবুও ‘বর্ডার 2’ থেকে বাদ পড়ছেন না দিলজিৎ দোসাঞ্জ




নিজস্ব প্রতিনিধি: ‘সর্দার জি 3’ মুক্তি নিয়ে বিতর্কে জড়িয়েছেন জনপ্রিয় গায়ক দিলজিৎ দোসাঞ্জ। ছবিতে তিনি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের সঙ্গে জুটি বেধেছেন। আসলে পহেলগাঁও হামলার পরেই পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করা হয়েছে। আর সরকারের এমন নিষেধাজ্ঞা অমান্য করে হানিয়া আমিরকে ছবিতে কেন নেওয়া হল, তা নিয়েই বিতর্ক চরমে উঠেছে। যদিও FWICE ইতিমধ্যেই দিলজিতের পাসপোর্ট, নাগরিকত্ব বাতিলের আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে। কিন্তু নির্মাতারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, তাঁরা সরকারের কথাই শুনেছে। তাদের ছবির শুটিং পহেলগাঁও হামলার বহুদিন আগেই হয়ে গিয়েছিল।

তবুও তাঁরা ছবি ভারতে মুক্তি দেবেন না। আর এই বিতর্কের পরেই দিলজিৎকে যুদ্ধ-নাটক ছবি ‘বর্ডার ২’ থেকেও বাদ দেওয়ার দাবি জানিয়েছেন অনেকে। কিন্তু এমন কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। একটি সূত্র বলছে, “বর্ডার ২ থেকে দিলজিৎকে প্রতিস্থাপন বা বাদ দেওয়ার কোনও পরিকল্পনা নেই। তার কাস্টিং সম্পর্কে ঘোষণা প্রায় নয় মাস আগে করা হয়েছিল, এহেন দুর্ভাগ্যজনক পরিস্থিতির আগেই। ছবির প্রায় ৪০-৫০ শতাংশ শুটিং ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাই এই মুহূর্তে কোনও পরিবর্তন করা সম্ভব নয়।”

গত ২৫ জুন, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ বর্ডার ২-এর সহ-প্রযোজক ভূষণ কুমার এবং অভিনেতা সানি দেওলকে চিঠি লিখে দিলজিতকে তাঁদের ছবি থেকে সরিয়ে দেওয়ার অনুরোধ করেছিল। কিন্তু তাঁরা কেউই চিঠির উত্তর দেননি। এদিকে আজ সর্দারজি 3-এর আরেক অভিনেত্রী নীরু বাজওয়া ইনস্টাগ্রাম থেকে সরদার জি ৩টি পোস্ট মুছে ফেলেছেন। তিনি তার ইনস্টাগ্রাম ফিড থেকে ট্রেলার এবং গান সহ ছবির সমস্ত প্রচারমূলক সম্পদ মুছে ফেলেছেন। পাশাপাশি মিকা সিংয়ের মতো শিল্পীরা হানিয়ার কাস্টিং এবং বিদেশে সরদার জি ৩ মুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঐশ্বর্য, প্রিয়াঙ্কার মতো তিনিও বিশ্বসুন্দরী, কিন্তু বলিউডে কেন ঠাঁই হল না যুক্তার?

শুটিং শুরুর আগেই ‘ডন ৩’ থেকে বেরিয়ে গেলেন বিক্রান্ত ম্যাসি, খলনায়ক তবে কে?

১ বছর জামিনের আবেদন করতে পারবে না সোনা পাচার মামলায় ধৃত রান্যা রাও

যাদবপুরে অভিনেত্রীকে কটূক্তি, মারধর, শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ২

লক্ষাধিক টাকা জরিমানা ও ৬ মাসের ড্রাইভিং নিষেধাজ্ঞা, হঠাৎ কী হল ‘হ্যারি পটার’ অভিনেত্রীর?

‘GenZ আমার গান ভুলেই গেছে, অপরাধী আঙ্কেল বলে ডাকে’, হারানো জনপ্রিয়তা নিয়ে আক্ষেপ শানের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ