না ফেরার দেশে পাড়ি জমালেন অভিনেতা আশিস রায়
Share Link:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ভাগ্যদেবতা সুযোগই দিলেন না। জুহুর এক বেসরকারি হাসপাতালে মঙ্গলবার সকালেই ডায়ালিসিস হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় মুখ আশিস রায়। সোমবার গভীর রাতে নিজের ফ্ল্যাটেই কার্যত নিঃসঙ্গ অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর দুঃসময়ে যে বলিউড মুখ ফিরিয়ে থেকেছে, মৃত্যুর পরেই সেই বলিউডের অভিনেতা-পরিচালকরা শোকপ্রকাশের নাটকে মেতে উঠেছেন।
‘বনেগি আপনি বাত’, ‘জিনি অর জুজু’, ‘কুছ রং পেয়ার অ্যায়সে ভি’ এবং ‘সসুরাল সিমর কা’র মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুবাদে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন আশিস রায়। বিশেষ করে ‘সসুরাল সিমর কা’য় অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। কিন্তু লকডাউনের সময়ে কাজ হারিয়ে আর্থিক সঙ্কটে পড়েন। মাস কয়েক আগে কিডনির সমস্যা নিয়ে জুহুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৫ বছর বয়সী অভিনেতা। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন সুস্থ হওয়ার জন্য নিয়মিত ডায়ালিসিসের প্রয়োজন। অর্থের সংস্থানের জন্য ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আর্থিক সাহায্যের আর্জি জানান তিনি। এমনকী বলিউডের ‘ভাইজান’ সলমন খানেরও দ্বারস্থ হয়েছিলেন। তবে খালি হাতেই ফিরতে হয়েছিল। তাই বাধ্য হয়েই অসুস্থ শরীরেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে হয়েছিল অভিনেতাকে। তারপর থেকে নিজের বাড়িতেই ছিলেন। মঙ্গলবার সকালে ডায়ালিসিসের জন্য হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সুযোগ পেলেন না।
প্রয়াত অভিনেতার ব্যক্তিগত পরিচারক জানিয়েছেন, সোমবার রাত পৌনে চারটা নাগাদ দু’বার হেঁচকি তোলেন তিনি। আর তারপরই ধীরে ধীরে নিস্তেজ হয়ে যান।’ অভিনেতার মৃত্যুর খবর কলকাতায় তাঁর বোনকে জানানো হয়েছে। তিনি এসে পৌঁছনোর পরেই হতে পারে শেষকৃত্য। একজন অভিনেতা কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়লেন, এ লজ্জা রাখার বোধহয় কোনও জায়গা নেই বলিউড আর টেলিদুনিয়ার।
‘বনেগি আপনি বাত’, ‘জিনি অর জুজু’, ‘কুছ রং পেয়ার অ্যায়সে ভি’ এবং ‘সসুরাল সিমর কা’র মতো জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে অভিনয়ের সুবাদে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন আশিস রায়। বিশেষ করে ‘সসুরাল সিমর কা’য় অভিনয় করে খ্যাতির চূড়ায় পৌঁছেছিলেন। কিন্তু লকডাউনের সময়ে কাজ হারিয়ে আর্থিক সঙ্কটে পড়েন। মাস কয়েক আগে কিডনির সমস্যা নিয়ে জুহুর এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৫ বছর বয়সী অভিনেতা। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন সুস্থ হওয়ার জন্য নিয়মিত ডায়ালিসিসের প্রয়োজন। অর্থের সংস্থানের জন্য ফেসবুকে এক পোস্টের মাধ্যমে আর্থিক সাহায্যের আর্জি জানান তিনি। এমনকী বলিউডের ‘ভাইজান’ সলমন খানেরও দ্বারস্থ হয়েছিলেন। তবে খালি হাতেই ফিরতে হয়েছিল। তাই বাধ্য হয়েই অসুস্থ শরীরেই হাসপাতাল থেকে বাড়ি ফিরতে হয়েছিল অভিনেতাকে। তারপর থেকে নিজের বাড়িতেই ছিলেন। মঙ্গলবার সকালে ডায়ালিসিসের জন্য হাসপাতালে যাওয়ার কথা ছিল। কিন্তু সেই সুযোগ পেলেন না।
প্রয়াত অভিনেতার ব্যক্তিগত পরিচারক জানিয়েছেন, সোমবার রাত পৌনে চারটা নাগাদ দু’বার হেঁচকি তোলেন তিনি। আর তারপরই ধীরে ধীরে নিস্তেজ হয়ে যান।’ অভিনেতার মৃত্যুর খবর কলকাতায় তাঁর বোনকে জানানো হয়েছে। তিনি এসে পৌঁছনোর পরেই হতে পারে শেষকৃত্য। একজন অভিনেতা কার্যত বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে ঢলে পড়লেন, এ লজ্জা রাখার বোধহয় কোনও জায়গা নেই বলিউড আর টেলিদুনিয়ার।
More News:
23rd January 2021
23rd January 2021
23rd January 2021
22nd January 2021
21st January 2021
21st January 2021
21st January 2021
উত্তরপ্রদেশের ভাবমূর্তি নষ্টের অভিযোগে সুপ্রিম নোটিশ 'মির্জাপুর'কে
21st January 2021
20th January 2021
19th January 2021
সায়নীর পর দেবলীনা , গোমাংস বিতর্কে এফআইআর দায়ের অভিনেত্রীর বিরুদ্ধে
Leave A Comment