এই মুহূর্তে




কিংবদন্তি সতীশ শাহকে শেষ বিদায় জানাতে শ্মশানে পৌঁছলেন নাসিরুদ্দিন, জনি, জ্যাকিরা

নিজস্ব প্রতিনিধি: ১০ দিনের মধ্যে তিন কিংবদন্তির মৃত্যুতে শোকাচ্ছন্ন বলিউড। পঙ্কজ ধীর, গোবর্ধন আসরানির পর শনি বার (২৫ অক্টোবর) দুপুরে মুম্বইয়ের হিন্দুজা হাস পাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সতীশ শাহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। প্রায় তিন দশক ধরে তিনি বলিউডে রাজত্ব করেছেন। দুর্দান্ত কৌতুক অভিনয়ের মাধ্যমে মন জয় করেছেন সকল দর্শককে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। সম্প্রতি তাঁর কিডনি প্রতিস্থাপন ও হয়েছিল। কিন্তু শেষ রক্ষা হল না। বলিউডকে কাঁদিয়ে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা। ‘সারাভাই ভার্সেস সারাভাই’ ধারাবাহিকের মাধ্যমে তিনি বেশি খ্যাতি পেয়েছিলেন।

শোয়ের ৫৫ টি এপিসোডে ৫৫ টি ভূমিকায় তাঁকে দেখা গিয়েছিল। এছাড়াও ম্যায় হু না, ওম শান্তি ওম-সহ প্রায় ১০০ র বেশি ছবিতে তিনি অভিনয় করেছেন। তাই তাঁর মৃত্যু বলিউডের একটি বড় ক্ষতি। রবিবার (২৬ অক্টোবর) অভিনেতার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে পৌঁছেছেন অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়, সুমিত রাঘবন, রত্না পাঠক শাহ, জ্যাকি শ্রফ, কুনাল কোহলি, জনি লিভার, অশোক পণ্ডিত, ডেভিড ধাওয়ান-সহ একাধিক সেলিব্রিটি। এছাড়া প্রয়াত অভিনেতার শেষকৃত্যে তাঁর পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত হয়েছেন। টেলিভিশন জগতের বেশ কয়েকজন সেলিব্রিটি, বিশেষ করে সারাভাই ভার্সেস সারাভাই অভিনেতা রাও রয়েছেন। ক্রুরাও সেখানে উপস্থিত ছিলেন। শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরেও অভিনেতাকে অন্তিম দর্শনের জন্যে এসেছিলেন। সকালে, বান্দ্রার একটি শ্মশানে সতীশ শাহের পরিবারের পক্ষ থেকে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে।

৮০-এর দশকে সিটকম ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’তে তার বৈচিত্র্যময় ভূমিকার জন্য সতীশ শাহকে ‘কমেডি কিং’ বলা হত। ৯০ এবং ২০০০-এর দশকে, তিনি ফিল্মি চক্কর, ঘর জামাই এবং সারাভাই বনাম সারাভাই-এর মতো শোতে অভিনয়ের মাধ্যমে তার ধারাবাহিকতা অব্যাহত রেখেছিলেন। ১৯৭৬ সালে এফটিআইআই-তে থাকাকালীন সতীশ শাহ তার চলচ্চিত্র কেরিয়ার শুরু করেন। ১৯৮১ সালে কুন্দন শাহের ‘জানে ভি দো ইয়ারো’ সিনেমার মাধ্যমে তিনি নজর কেড়েছিলেন। এরপর তিনি ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘ম্যায় হু না’ এবং ‘ফানা’-এর মতো বলিউডের কিছু সেরা সিনেমায় অভিনয় করেছেন। জানা যায়, শনিবার বিকেলে দুপুরের খাবার খাওয়ার সময় হঠাৎ করেই তিনি অচেতন হয়ে পড়েন এরপরেই তার মৃত্যু হয়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

‘বিয়েতে মেয়াদ এবং পুনর্নবীকরণের বিকল্প থাকা জরুরি’, কাজলের বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটপাড়া

‘অতিরিক্ত খাটুনি ও ক্লান্তির কারণেই অসুস্থতা’, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই জানালেন গোবিন্দা

গর্ভবতী সোনাক্ষী, তাই কী সলমানের দাবাং ট্যুর থেকে বাদ পড়লেন অভিনেত্রী, জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ