এই মুহূর্তে




প্রথম দেখাতেই প্রেম, দু’বার প্রত্যাখ্যান, কীভাবে মধুকে বিয়ের জন্য রাজি করিয়েছিলেন সতীশ?

নিজস্ব প্রতিনিধি: গোটা দেশকে কাঁদিয়ে পরলোকগমন করেছেন প্রখ্যাত বলিউড অভিনেতা সতীশ শাহ। পঙ্কজ ধীর, গোবর্ধন আসরানি মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি বলিউড, তার মধ্যেই সতীশ শাহের মৃত্যুর খবর গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। শুধু চলচ্চিত্র নয়, ধারাবাহিক মহলেও তাঁর অনবদ্য বিচরণ ছিল। বেশিরভাগ ছবিতেই কৌতুক চরিত্রে অভিনয় করে সকলের মন জয় করেছিলেন তিনি দর্শকদের। সেই মানুষটিকে আর দেখা যাবে না পর্দায়।

“হাম আপকে হ্যায় কৌন”, “ম্যায় হুন না”, “কাল হো না হো” এবং “ওম শান্তি ওম” এর মতো একাধিক ব্লকবাস্টার ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। সেই সব ছবিগুলির মাধ্যমেই এখন তিনি অমর থাকবেন। শনিবার ২৫ অক্টোবর, কিডনি বিকল হওয়ার পর তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। সতীশ শাহ তাঁর স্ত্রী মধু শাহকে রেখে গিয়েছেন। ১৯৫১ সালের ২৫ জুন সতীশ শাহ গুজরাতের মান্ডভিতে জন্মগ্রহণ করেন। ডিজাইনার মধু শাহের সঙ্গে পাঁচ দশকের বেশি সময় ধরে তাঁর সাংসারিক জীবন। তাদের দুজনের প্রথম দেখা হয়েছিল সিআইপিটিএ চলচ্চিত্র উৎসবে। তাদের প্রেমের গল্পটিও সিনেমার মতো। জানা যায়, প্রথম দেখাতেই মধুর প্রেমে পড়ে গিয়েছিলেন সতীশ শাহ। কিন্তু মধু অভিনেতাকে প্রথমে প্রত্যাখ্যান করেছিলেন। কিন্তু হার মানেন নি সতীশ শাহ, মধুকে পটানোর জন্যে আবারও চেষ্টা করেন, কিন্তু দ্বিতীয়বারও প্রত্যাখ্যান করেন মধু। কিন্তু মধুকে পটানোর চেষ্টা ছাড়েন নি অভিনেতা। অবশেষে তার জেদ সফল হয়েছিল। তৃতীয় প্রস্তাবে, মধু তাকে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে বলেন।

এরপর তাদের কে রাজি করানোর পর, দুজনের বাগদান হয় এবং আট মাসের মধ্যে ১৯৭২ সালে তাদের বিয়ে হয়। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তাঁদের বিবাহিত জীবন। পেশায় একজন ডিজাইনার মধু, মূলত লাইমলাইটের বাইরেই থেকেছেন তিনি, যার ফলে সতীশ পর্দায় উজ্জ্বল হয়ে ওঠেন এবং পিছন থেকে তাঁকে সমর্থন করে যান মধু। তবে এই দম্পতি নিঃসন্তান। কিন্তু তাঁরা একে অপরের সঙ্গ কখনই ছাড়েনি। পারস্পরিক শ্রদ্ধা এবং শান্ত বোঝাপড়ার উপর ভিত্তি করে তাদের সম্পর্ক, বলিউডের সবচেয়ে হৃদয়গ্রাহী প্রেমের গল্পগুলির মধ্যে একটি।

সতীশ শাহ ১৯৭০ সালে ‘ভগবান পরশুরাম’ ছবি দিয়ে তার কেরিয়ার শুরু করেছিলেন, কিন্তু ১৯৮৪ সালের টিভি শো ‘ইয়ে জো হ্যায় জিন্দেগি’ দিয়ে গোটা দেশে পরিচিতি পান। সতীশ শাহ ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ম্যায় হুন না’, ‘কাল হো না হো’, ‘ওম শান্তি ওম’, ‘রা.ওয়ান’, ‘চলতে চলতে’-এর মতো ব্লকবাস্টার ছবিতেও অভিনয় করেছেন। এ ছাড়া, ২০০৮ সালে তিনি অর্চনা পুরান সিং-এর সঙ্গে ‘কমেডি সার্কাস’-এ বিচারকের ভূমিকা পালন করেছিলেন। তার মজার মন্তব্য এবং কমেডি স্টাইল শোয়ের প্রাণ হয়ে উঠেছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

মিছিলে মুখ্যমন্ত্রীর পাশে হাঁটা, সরকারি অনুষ্ঠানে যোগদান, তবে কী তৃণমূলে যোগ দিচ্ছেন রাজা-মধুবনী?

‘বিয়েতে মেয়াদ এবং পুনর্নবীকরণের বিকল্প থাকা জরুরি’, কাজলের বিতর্কিত মন্তব্যে তোলপাড় নেটপাড়া

‘অতিরিক্ত খাটুনি ও ক্লান্তির কারণেই অসুস্থতা’, হাসপাতাল থেকে ছাড়া পেয়েই জানালেন গোবিন্দা

গর্ভবতী সোনাক্ষী, তাই কী সলমানের দাবাং ট্যুর থেকে বাদ পড়লেন অভিনেত্রী, জল্পনা তুঙ্গে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ