কংগ্রেস নেতার হুমকির জের, বিগ-বির 'জলসা'য় বাড়তি নিরাপত্তা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: কড়া ঘেরাটোপের মধ্যে মুড়ে ফেলা হল অমিতাভ বচ্চনের বাংলো জলসা। মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। কংগ্রেস নেতা নানাভাউ পাটোলের হুমকির ৩ দিনের মাথায় অমিতাভ বচ্চনের জুহুর বাংলোর নিরাপত্তা বাড়াল মহারাষ্ট্র সরকার। তবে পুলিশ এই বিষয়ে বিস্তারির কিছু জানাতে নারাজ। তবে স্থানীয় থানার তরফে জানানো হয়েছে, অস্থায়ীভাবে এই বাড়তি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হল বিগ বি’র বাংলোর সামনে।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ না খুললে শ্যুটিং বন্ধ করে দেওয়া হবে অমিতাভ এবং অক্ষয় কুমারের, গত বৃহস্পতিবার এমনই হুমকি দেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন অমিতাভ বচ্চন। সেই নিয়েই বিগ বির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন পাটোলে। শুধু হুমকিই নয়, বিগ বিকে কালো প্তাকা দেখানর হুমকিও দেন তিনি।
গত বৃহস্পতিবার কংগ্রেসের ওই নেতা বলেন, "যে ভাবে পেট্রলের দাম বৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষ বিপদে পড়েছেন। মনমোহন সিংহের সরকার থাকাকালীন যখন পেট্রলের দাম বেড়েছিল, তখন তো অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতো তারকারা এক চুল জায়গা ছাড়েননি। তখন তো খুব টুইট করতেন। আজ তাঁরা নীরব।" এর পরই তাঁর হুমকি, "যে ছবিগুলিতে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার রয়েছেন, মহারাষ্ট্রে সেই ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়া হবে। হয় নরেন্দ্র মোদী সরকারের দেশদ্রোহী নীতিগুলির বিরুদ্ধে কথা বলুন, নয়তো আমরা শ্যুটিং বন্ধ করে দেব।" কার্যত নানা পাটোলের এই হুমকির পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ না খুললে শ্যুটিং বন্ধ করে দেওয়া হবে অমিতাভ এবং অক্ষয় কুমারের, গত বৃহস্পতিবার এমনই হুমকি দেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা নানা পাটোলে। পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছিলেন অমিতাভ বচ্চন। সেই নিয়েই বিগ বির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন পাটোলে। শুধু হুমকিই নয়, বিগ বিকে কালো প্তাকা দেখানর হুমকিও দেন তিনি।
গত বৃহস্পতিবার কংগ্রেসের ওই নেতা বলেন, "যে ভাবে পেট্রলের দাম বৃদ্ধি হচ্ছে, তাতে সাধারণ মানুষ বিপদে পড়েছেন। মনমোহন সিংহের সরকার থাকাকালীন যখন পেট্রলের দাম বেড়েছিল, তখন তো অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমারের মতো তারকারা এক চুল জায়গা ছাড়েননি। তখন তো খুব টুইট করতেন। আজ তাঁরা নীরব।" এর পরই তাঁর হুমকি, "যে ছবিগুলিতে অমিতাভ বচ্চন ও অক্ষয় কুমার রয়েছেন, মহারাষ্ট্রে সেই ছবির শ্যুটিং বন্ধ করে দেওয়া হবে। হয় নরেন্দ্র মোদী সরকারের দেশদ্রোহী নীতিগুলির বিরুদ্ধে কথা বলুন, নয়তো আমরা শ্যুটিং বন্ধ করে দেব।" কার্যত নানা পাটোলের এই হুমকির পরেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
Maharashtra: Police personnel deployed outside actor Amitabh Bachchan's residence, Jalsa in Mumbai. pic.twitter.com/zMQWn5wvL9
— ANI (@ANI) February 20, 2021
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment