28ºc, Haze
Friday, 24th March, 2023 8:51 pm
নিজস্ব প্রতিনিধি: দুজনেই সুপারস্টার। একজন বলিউডের, অন্যজন হলিউডের। দুজনেই গ্লোবাল স্টার। যাঁদের ভক্তসংখ্যা মাত্রাতিরিক্ত। গোটা বিশ্ব জুড়ে মিলিয়ন মিলিয়ন। একজন বয়সে ৬০ বছরের অধিক। অন্যজন ৬০ ছুঁই ছুঁই, কে বলবে! তাঁদের টানটান ফিগারের জৌলুসে হার মানতে বাধ্য তরুণ প্রজন্ম। হ্যাঁ, কথা হচ্ছে, বলিউড বাদশা শাহরুখ খান এবং হলিউড সুপারস্টার টম ক্রুজকে নিয়ে। তাঁরা দুজনেই নিজেদের কেরিয়ারে সফল। তবে সম্পত্তির দিক থেকে টম ক্রুজকে অতিক্রম করেছেন শাহরুখ খান। দুজনেই আলাদা জগতের মানুষ হলেও কিছু কিছু দিকে তাঁদের সাদৃশ্য রয়েছে। শাহরুখ বলিউডে তাঁর ক্যারিশমা দিয়ে কোটি কোটি হৃদয়ে রাজত্ব করেছেন। হলিউডের অ্যাকশন জগতে আধিপত্য বিস্তার করে ক্রুজ তাঁর ভক্তদের হৃদয় দখল করেছেন। উভয়েরই দুটি বিপরীত ব্যক্তিত্ব রয়েছে। তবে শাহরুখ এবং টম ক্রুজের মধ্যে ৫ টি জিনিস কমন৷
শাহরুখ খান এবং টম ক্রুজ দুজনেই ২০১৮ সালে তাঁদের চলচ্চিত্র জিরো এবং মিশন ইম্পসিবল-দিয়ে সিনেমা থেকে বিরতি নিয়েছিলেন। মিশন ইম্পসিবল বিশ্বব্যাপী মোট ১৭৮ মিলিয়ন ডলার উৎপন্ন করে সর্বাধিক আয় করা চলচ্চিত্র হয়ে উঠেছিল। অন্যদিকে জিরো বক্সঅফিসে তেমন কোনও ছাপ ফেলতে পারেনি। আনন্দ এল রাই পরিচালিত, চলচ্চিত্রটি ২০০ কোটি বাজেটে তৈরি হলেও বিশ্বব্যাপী ১৮৬ কোটি আয় করেছিল। এদিকে টম ক্রুজ এবং শাহরুখ খান উভয়েই যথাক্রমে ২০২২ এবং ২০২৩ সালে বিশাল ব্যবধানের পরে বড় পর্দায় ফিরে এসেছেন। শাহরুখ খান পাঠানের মাধ্যমে ফিরে এসে বক্সঅফিসে রীতিমতো ঝড় তুলেছেন, সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছেন। অন্যদিকে টম ক্রুজও ৩৬ বছর পর জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টপ গান: ম্যাভেরিকের সঙ্গে বজ্রপূর্ণ প্রত্যাবর্তন করে ইতিহাস গড়েছে।
এমনকী টপ গান: ম্যাভেরিক পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ডস রেকর্ডটিও ভেঙে দিয়েছে। জানা গিয়েছে, শাহরুখ ও টম একই স্টান্ট পরিচালকের সঙ্গে কাজ করেছেন।মজার বিষয় হল, পাঠান নির্মাতারা হলিউডের স্টান্ট সমন্বয়কারী ক্যাসি ও’নিলকে তাঁদের সঙ্গে পেয়েছিলেন, যিনি টম ক্রুজের সঙ্গে মিশন ইম্পসিবল এবং টপ গান: ম্যাভেরিকের মতো চলচ্চিত্রে ব্যাপকভাবে কাজ করেছেন। সুতরাং এখানেও মিল রয়েছে, এসআরকে এবং টমের মধ্যে। শাহরুখ খান ১৯৯৫ সালে দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে সিনেমায় হিট হওয়ার পর থেকেই লাইমলাইটে আসেন। যেটি পাঠানের সঙ্গে সঙ্গে মুম্বই প্রেক্ষাগৃহে আবারও রিলিজ হয়েছে। অন্যদিকে, জেমস ক্যামেরনের অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার ১৬ ডিসেম্বর মুক্তি পাওয়ার আগে, অবতারের প্রথম সংস্করণ ২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পুনরায় মুক্তি পেয়েছিল। এছাড়াও দু’জন উচ্চাভিলাষী কিংবদন্তির মোমের মূর্তি রয়েছে, লন্ডনের বিখ্যাত মাদাম তুসো মিউজিয়ামে। টম ক্রুজ এবং শাহরুখ খানের বয়স যথাক্রমে ৬০ এবং ৫৭ হতে পারে, কিন্তু তাঁরা সর্বদা তরুণ।