33ºc, Clear
Saturday, 21st May, 2022 9:37 am
নিজস্ব প্রতিনিধি: বলিউডের কিংবদন্তী অভিনেত্রী মুমতাজ। তখনকার দিনে বলিউডের এই নায়িকা ছিলেন গোটা দেশের ‘দিলরূবা’। যেমন ছিল তাঁর রূপ তেমনি ছিল তাঁর অভিনয়ের কৌশল, যাতে এক্কেবারেই ঘায়েল হয়ে যেতেন তাঁর পুরুষ ফ্যানেরা। এহেন সত্তর দশকের নায়িকার পাগল প্রেমিক ছিলেন রাজেশ খান্না থেকে শাম্মি কাপুরও। রাজেশের সঙ্গে তাঁর মাখো মাখো প্রেম বেশ চর্চিতও ছিল সেই সময়ে। কিন্তু একসময়ে রাজেশের প্রেম প্রত্যাখ্যান করে এক ব্যবসায়ীকে বিয়ে করে নেন মুমতাজ। তখন বলিউডের সঙ্গে সব সম্পর্ক ত্যাগ করে বিদেশে চলে যান তিনি। তবে একটা কথা না বললেই নয়, এই অভিনেত্রীর অভিনীত একাধিক ব্লকবাস্টার ছবি এখনও বলিউডি ইতিহাসে জ্বলজ্বল করে। এমনকী শুধু রাজেশ নয়, একটা সময়ে মুমতাজ এবং শাম্মী কাপুরও একে অপরের প্রেমে পাগল ছিলেন।
কিন্তু তাঁরা বিয়ে করতে পারেনি, মুমতাজ নিজেই শাম্মী কাপুরকে বিয়ে করতে অস্বীকার করেছিলেন। কারণ কাপুর বংশের পুত্রবধূদের অত্যন্ত কঠোর নিয়মে রাখা হত। মুমতাজ নিজেও এটা টের পেয়েছিলেন, কারণ শাম্মীর সঙ্গে তাঁর বিয়ের আগেই তাঁকে বলিউডের কাজ ছেড়ে দিতে বলা হয়েছিল। তাই তিনি তখন নিজের কেরিয়ারকে বেছে নিয়েছিলেন। তিনি একটি বেসরকারি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে জানিয়েছিলেন, “আমি অভিনয় করতে চেয়েছিলাম। জীবনে কিছু অর্জন করতে চেয়েছিলাম। কিন্তু কাপুর পরিবার তাঁদের বৌমাদের চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে অত্যন্ত কঠোর ছিলেন৷ এমনকী শাম্মি কাপুর আমার কাছে খুব স্নেহশীল এবং যত্নশীল একজন মানুষ ছিলেন। কেউ তখন টের পাননি যে, আমরা একে অপরের সঙ্গে প্রেমে করছিলাম। এছাড়া কেউ বিশ্বাস করেনি যে আমি তাঁকে বিয়ের জন্য ‘না’ বলেছিলাম। কারণ সেই সময়ে ধন-সম্পদের দিকে থেকে শাম্মির মর্যাদা বেশি ছিল।”
যদিও মুমতাজ নিজেই স্বীকার করেছিলেন যে, তিনি তখন শাম্মির প্রেমে পাগল ছিলেন, তাঁকে খুব ভালোবাসতেন। কিন্তু তাঁদের বিয়ে না হওয়ার জন্যে দুঃখ প্রকাশ করে বলেছিলেন, “তখন আমার বয়স ছিল মাত্র ১৭। সে আমার থেকে ১৮ বছরের বড় ছিল। আমার তাড়াতাড়ি বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না। আমি জীবনে কিছু অর্জন করতে চেয়েছিলাম।”
আর কাপুর বংশের বৌমাদের যে ফিল্ম করার কোনও অনুমতি ছিল না, কাপুর পরিবারের মতে সেটা বোঝাই যায়। কারণ, কাপুর বংশের বহুরানী, ববিতা কাপুর, নীতু কাপুরও যথাক্রমে বিয়ে পরে তাঁদের অভিনয় কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন। যদিও আজকের যুগে দাঁড়িয়ে পরিস্থিতি সম্পূর্ন বদলে গিয়েছে। সম্প্রতি, কাপুর পরিবারে বহু হলেন আলিয়া ভাট। যিনি বলিউডের অন্যতম একজন সফল অভিনেত্রী।