নিজস্ব প্রতিনিধি: রাজ কুন্দ্রার জামিনের পর ফের আরও একবার মুখ খুললেন শার্লিন চোপড়া। টুইট করে শিল্পাকে পরামর্শ দিলেন তিনি।
টুইটে শার্লিন লিখেছেন, ‘টিভিতে আপনাকে প্রায়ই দেখা যায় সেই সব শিল্পীকে সাষ্টাঙ্গ প্রণাম করতে যাঁরা আপনাকে অনুপ্রাণিত করেন। মাঝে মধ্যে সেই সব মেয়েদের কথা ভাবুন যাঁরা অনেক কষ্টের মধ্যে রয়েছেন। বিশ্বাস করুন, সারা দুনিয়া আপনার সামনে মাথা নোয়াবে।’
উল্লেখ্য, কিছুদিন আগেই শিল্পা শেট্টির স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন এই মডেল-অভিনেত্রী। তাঁকে জোর করে চুমু খেয়েছিলেন শিল্পা শেট্টির স্বামী, এমনই দাবি করেছেন শার্লিন চোপড়া। পাশাপাশি তিনি জানিয়েছেন, রাজ এবং তাঁর প্রতিষ্ঠানের ক্রিয়েটিভ পরিচালক বারবার শার্লিনকে অনুসরণ করেছিলেন হটশট নামক মোবাইল অ্যাপে কাজ করার জন্য।
ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকে দেওয়া বয়ানে শার্লিন চোপড়া জানিয়েছেন যে তিনি আর্মসপ্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড নামে এক সংস্থার সঙ্গে তাঁর মোবাইল অ্যাপ ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’ তৈরি করার চুক্তি করেছিলেন। রাজ কুন্দ্রা ছাড়াও সৌরভ কুশওয়াহা নামে একজন এই সংস্থার ডিরেক্টর ছিলেন। ‘দ্য শার্লিন চোপড়া অ্যাপ’-এর অ্যাপের মাধ্যমে অভিনেত্রীর ছবি ও ভিডিও প্রকাশ করা হত। আর্মসপ্রাইম মিডিয়ার চুক্তি অনুযায়ী এই অ্যাপ থেকে লাভ করা অর্থের ৫০ শতাংশ শার্লিন চোপড়াকে দেওয়া হবে। কিন্তু অভিনেত্রীর দাবি, সেই ৫০ শতাংশ তাঁকে কখনই দেওয়া হয়নি। তিনি আরও দাবি করেন যে রাজ কুন্দ্রা এরপর তাঁর মোবাইল অ্যাপ হটশটে কাজ করানোর প্রস্তাব দেন শার্লিন চোপড়াকে, এই অ্যাপটিও আর্মসপ্রাইম মিডিয়ার অংশ।