নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ের এক হাসপাতালে চিকিৎসাধীন ‘খতড়ো কা খিলাড়ি ১১’র প্রতিযোগী শ্বেতা তিওয়ারি। দুর্বল ও ব্লাড প্রেসার কম থাকার কারণে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে প্রচুর ট্রাভেল করেছেন শ্বেতা। পর্যাপ্ত বিশ্রাম তিনি পাননি। পাশাপাশি আবহাওয়ার পরিবর্তন হচ্ছে। সব মিলিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তবে আগের থেকে নাকি এখন অনেকটা ভাল আছেন শ্বেতা। দ্রুত বাড়ি ফিরতে পারবেন বলে আশা করছেন তাঁর টিমের সদস্যরা।
কিছুদিন আগেই ‘খতড়ো কা খিলাড়ি ১১’র শুটিংয়ে দক্ষিণ আফ্রিকায় ছিলেন শ্বেতা। এই শো চলাকালীন তাঁর ও বিশাল আদিত্য সিং-এর বন্ডিং প্রশংসা কুড়িয়েছে নেটপাড়ায়। তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকে উদ্বেগ দেখা গিয়েছে শ্বেতা-র ভক্তদের মধ্যে।
গত বছরই স্বামী অভিনব কোহলির সঙ্গে দাম্পত্য কলহ সামনে আসে শ্বেতার। অভিনবের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগও আনেন শ্বেতা। তাঁর ও অভিনবের সম্পর্ক নিয়ে বেশ জলঘোলা হয় মিডিয়ায়।