এই মুহূর্তে




জুবিনের মৃত্যুতদন্তে SIT-কে সাহায্য, ‘গুরুত্বপূর্ণ প্রমাণ’ তুলে দিলেন সঙ্গীতশিল্পী মানস রবিন

নিজস্ব প্রতিনিধি: অসমীয়া গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যুর ঘটনায় একের পর এক পর্দা ফাঁস হচ্ছে। ইতিমধ্যেই নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের আয়োজক এবং গায়কের ম্যানেজার কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে গায়ক এর তুতো ভাই তথা অসম পুলিশের একজন উচ্চ পদস্থ আধিকারিক সন্দীপন গর্গকে গ্রেফতার করেছে পুলিশ। যিনি ঘটনার দিন জুবিনের সঙ্গেই ছিলেন বলে অভিযোগ। জুবিনের আকস্মিক মৃত্যুর ঘটনা সামনে আসার পর থেকেই একের পর এক অভিযোগ উঠছে। কেউ বলছেন গায়ক সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গিয়েছেন, আবার কেউ বলছেন সাঁতার কাটতে গিয়ে মারা গিয়েছেন তিনি। তাঁর মৃগী রোগ ছিল। তা জানা সত্ত্বেও গায়ককে নদীতে নামিয়ে ছিলেন অভিযুক্তরা। ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গিয়েছেন জুবিন গর্গ। তাঁর শেষকৃত্যে গোটা অসম রাস্তায় নেমেছিল, গায়ককে চোখের জলে শেষ বিদায় জানায়।

জুবিনের মৃত্যুর ঘটনায় তদন্তের জন্যে বিশেষ তদন্ত দলের (SIT) গঠন করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্দীপন গর্গকে গ্রেফতারের পর গায়ক, সুরকার এবং সঙ্গীত পরিচালক মানস রবিন বিশেষ তদন্ত দলের (SIT) সামনে হাজির হয়ে জুবিনের রহস্যময় মৃত্যুর তদন্তের সঙ্গে সম্পর্কিত বেশ কিছু নথি জমা দিয়েছেন। থানা থেকে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, “আজ, আমি SIT-এর সামনে হাজির হয়েছি এবং জনসাধারণের কাছ থেকে আগে সংগ্রহ করা কিছু নথিপত্র হস্তান্তর করেছি। আমার বিশ্বাস, এই নথি পত্রগুলি SIT-কে আমাদের প্রিয় আত্মা জুবিন গর্গের অকাল মৃত্যুকে ঘিরে এই রহস্যের পিছনে আরও স্পষ্ট দৃষ্টিভঙ্গি, উদ্দেশ্য এবং বোধগম্যতা অর্জনে সাহায্য করবে। তবে এখুনি নথিপত্রের বিষয়বস্তু প্রকাশ্যে প্রকাশ করা যাবে না। এটি আমার ব্যক্তিগত বিশ্বাসের বিষয় নয়। এটি কেবল নথিপত্র, প্রমাণ এবং প্রমাণের বিষয়। আমি বিশ্বাস করি যে SIT এই উপকরণগুলি দায়িত্বের সঙ্গে পরিচালনা করবে। তাদের সঙ্গে আমার বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি আত্মবিশ্বাসী যে তদন্ত সঠিক দিকে এগোচ্ছে। আমরা সকলেই আশাবাদী যে আমরা শীঘ্রই চূড়ান্ত উত্তর পাব, এটি দুর্ঘটনা, খুন, নাকি ষড়যন্ত্র।”

যদিও জুবিন গর্গের শেষকৃত্যের দিনেই রবিন বলেছিলেন যে, তার কাছে কিছু প্রমাণ আছে যা তিনি SIT-এর কাছে জমা দিতে চান। বুধবার তিনি সেই প্রতিশ্রুতি পূরণ করলেন। ৫২ বছর বয়সী এই গায়কের মৃত্যুর তদন্তে এখনও পর্যন্ত তাঁর তুতো ভাই তথা অসম পুলিশ সার্ভিস (এপিএস) অফিসার ডিএসপি সন্দীপন গর্গকে গ্রেফতার করা হয়েছে। যিনি ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে একটি নৌকায় গায়কের সঙ্গে উপস্থিত ছিলেন। ডিএসপি সন্দীপনকে একাধিক জিজ্ঞাসাবাদের পর সিআইডি হেফাজতে নিয়েছে এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর তাকে সাত দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে। এসআইটি ১৪ দিনের রিমান্ড চেয়েছিল, কিন্তু আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে। সন্দীপন গর্গের গ্রেফতারের আগে, পুলিশ গায়কের ব্যান্ডমেট শেখর জ্যোতি গোস্বামী, ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, অনুষ্ঠানের আয়োজক শ্যামকানু মহন্ত, সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহন্ত-সহ আরও চারজনকে আটক করেছে। শেখর জ্যোতি গোস্বামী অভিযোগ করেছিলেন যে, গায়কের ম্যানেজার এবং অনুষ্ঠানের আয়োজক জুবিন গর্গকে বিষ দিয়েছিলেন। ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিদেশ গন্তব্য বেছে নিয়েছিলেন। বলিউড এবং অসমীয়া সঙ্গীতে তার কাজের জন্য পরিচিত জুবিন গর্গ সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারত উৎসবে পারফর্ম করতে গিয়েছিলেন।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৮ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন প্রেম চোপড়া, এখন কেমন আছেন কিংবদন্তি?

অর্থ‌ আত্মসাৎ ও প্রতারণার দায়ে এবার অভিনেত্রী মেহজাবিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

‘শিশুরা আমাদের সবচেয়ে বড় আশা’, ইউনিসেফের নতুন ‘সেলিব্রিটি অ্যাডভোকেট’ হলেন কীর্তি সুরেশ

দিশা পাটানির বাড়িতে গুলি হামলা, নায়িকার বাবাকে বৈধ আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দিল প্রশাসন

মানসিকভাবে বিপর্যস্ত, সোশ্যাল মিডিয়া ত্যাগ করলেন ‘সাইয়ারা’ সুরকার তানিষ্ক বাগচি

‘আমি কখনও নেতা হতে চাইনি’, ভোটে হেরেই ‘ইউ-টার্ন’, রাজনীতি থেকে দূরে সরলেন খেসারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ