এই মুহূর্তে




ফিকে আমির ম্যাজিক, দ্বিতীয় দিনে কত আয় করল “সিতারে জমিন পর”?




নিজস্ব প্রতিনিধিঃ বক্সঅফিসে ফিকে আমির ম্যাজিক! ৩ বছর পর ফিরেও জলওয়া দেখাতে ব্যর্থ বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট। ‘লাল সিং চাড্ডা’-র ব্যর্থতার ৩ বছর পর ফিরেও বক্সঅফিসে ম্যাজিক দেখাতে পারল না আমিরের ‘সিতারে জমিন পার’। প্রথম দিনে মাত্র ১১.৭০ কোটি টাকা আয় করতে পেরেছে এই ছবি। যা আমির খানের মতো এত বড়মাপের সুপারস্টারের ছবির জন্যে ধস নামার সমান। ২০ জুন দেশজুড়ে মুক্তি পেয়েছে’ সিতারে জমিন পর’। প্রথম দিনে ছবির আয় হয়েছে মাত্র ১১.৭০ কোটি টাকা। দ্বিতীয় দিনে, ছবিটি প্রায় দ্বিগুণ আয় করে ২১.৫০ কোটি টাকা আয় করেছে। সুতরাং ২ দিনের আয়ে “সিতারে জমিন পর” এর মোট বক্সঅফিস কালেকশন দাঁড়িয়েছে ৩২.২০ কোটি টাকা। যদিও প্রথমদিনের আয়ের দ্বিগুন আয় করেছে “সিতারে জমিন পর”।

জানা গিয়েছে, ছবিটি মাত্র ৯০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে। তবে ছবির জন্যে কোনও প্রচার করেন নি আমির খান। তবে ছবিটি দর্শকদের মনে দাগ কেটেছে। কারণ ইতিবাচক সমালোচনা করেছেন সমালোচকরা। ছবির আসল ‘তারকা’ হলেন প্রতিবন্ধী অভিনেতারা, যাদের জন্য আমির পিছিয়ে এসেছেন এবং তাদের আলোকিত করার জন্য কেন্দ্রীয় ভূমিকা পালন করেছেন। ছবিটি মুক্তির ঠিক আগে আমির ঘোষণা করেছিলেন যে, সিতারে জমিন পার কখনই কোনও ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে না, তাই দর্শকদের জন্য কেবল প্রেক্ষাগৃহে ছবিটি দেখার একমাত্র উপায়।

অভিনেতা স্ট্রিমিং জায়ান্ট, নেটফ্লিক্স এবং প্রাইম ভিডিও থেকে শত শত কোটি টাকার লাভজনক চুক্তি প্রত্যাখ্যান করেছেন। তবে ৮ সপ্তাহ পর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ২০০৭ সালে আমিরের ব্লকবাস্টার ছবি ‘তারে জমিন পার’-এর সিক্যুয়াল হল সিতারে জমিন পার। তবে কাহিনী আলাদা। মুক্তির আগে সিতারে জমিন পার সেন্সর বোর্ডের কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল। তাঁরা ছবিতে কিছু সংলাপ এবং কিছু দৃশ্য কেটে নতুন দৃশ্য যোগ করতে বলেছিল। এরপরেই আমিরের ছবি U/A শংসাপত্র পেয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

৩৭ বছরের ছোট জসলিনের সঙ্গে প্রেমের গুজব, অবশেষে মুখ খুললেন ভজন সম্রাট

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

‘কী করছ এটা’, বাড়ির বাইরে ক্যামেরা দেখেই মেজাজ হারালেন বিগ বি, জোর ধমক পাপারাজ্জিদের

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অমিতাভ বচ্চনের ‘ডন’ ছবির পরিচালক চন্দ্র বারোট

‘সন্তানদের মানুষ করতে পারছিনা’, চরম দারিদ্র্যে ইন্দর কুমারের প্রাক্তন স্ত্রী, হাত পাতলেন সলমানের কাছে

টাকার অভাবে হল না কিডনি প্রতিস্থাপন, অকালেই চলে গেলেন জনপ্রিয় অভিনেতা ভেঙ্কট রাজ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ