শ্রীদেবীর মৃত্যুবার্ষিকীর আগেই সপরিবারে চেন্নাই পারি
Share Link:

নিজস্ব প্রতিনিধি: ২০১৮ সালে ২৪শে ফেব্রুয়ারি মারা গিয়েছিলেন সুপারস্টার শ্রীদেবী। ২৪শে ফেব্রুয়ারি তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চেন্নাইয়ের বাড়িতে তাঁর উদ্দেশে পুজোর আয়োজন করেন বনি কাপুর, জাহ্নবী কাপুর ও খুশি কাপুর। ২০১৮ সালে তাঁর মৃত্যুর পর থেকে সপরিবারের তাঁরা শ্রীদেবীর চেন্নাইয়ের ম্যালাপুরের বাড়িতে যান স্মৃতিচারণের উদ্দেশে।
দুবাইয়ে ননদের ছেলে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে গিয়ে হোটেলের বাথটবে ডুবে মৃত্যু হয়েছে সুপারস্টার শ্রীদেবীর। তখনও মুক্তি পায়নি জাহ্নবীর প্রথম ছবি। মায়ের মৃত্যু গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল তাঁকে এবং বোন খুশিকেও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সামলে উঠেছেন শোক। নিজেকে ব্যস্ত রেখেছেন একের পর এক কাজে। তবে শোক কাটিয়ে উঠলেও মাকে আজও সমানভাবে মিস করেন জাহ্নবী কাপুর।
সম্প্রতি ১০০ শতাংশ দর্শকাসন নিয়ে মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি 'রুহি'। এই ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। সম্প্রতি রুহির ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। যেখানে রাজকুমার ও বরুণকে বরের বেশে দেখা গেছে এবং ঘোমটার আড়ালে বউ বেশে দেখা গেছে জাহ্নবীকে। ২০২০ সালে ২০ মার্চ এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছিল কিন্তু করোনা ও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে মুক্তির দিন ঘোষণা হওয়ায় অধীর আগ্রহে ভক্তরা।
দুবাইয়ে ননদের ছেলে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে গিয়ে হোটেলের বাথটবে ডুবে মৃত্যু হয়েছে সুপারস্টার শ্রীদেবীর। তখনও মুক্তি পায়নি জাহ্নবীর প্রথম ছবি। মায়ের মৃত্যু গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল তাঁকে এবং বোন খুশিকেও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সামলে উঠেছেন শোক। নিজেকে ব্যস্ত রেখেছেন একের পর এক কাজে। তবে শোক কাটিয়ে উঠলেও মাকে আজও সমানভাবে মিস করেন জাহ্নবী কাপুর।
সম্প্রতি ১০০ শতাংশ দর্শকাসন নিয়ে মুক্তি পেতে চলেছে জাহ্নবী কাপুর অভিনীত ছবি 'রুহি'। এই ছবিতে জাহ্নবীর বিপরীতে দেখা যাবে রাজকুমার রাওকে। সম্প্রতি রুহির ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী জাহ্নবী কাপুর। যেখানে রাজকুমার ও বরুণকে বরের বেশে দেখা গেছে এবং ঘোমটার আড়ালে বউ বেশে দেখা গেছে জাহ্নবীকে। ২০২০ সালে ২০ মার্চ এই ছবির মুক্তির দিন ঘোষণা করা হয়েছিল কিন্তু করোনা ও লকডাউনের কারণে তা পিছিয়ে যায়। অবশেষে মুক্তির দিন ঘোষণা হওয়ায় অধীর আগ্রহে ভক্তরা।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
এই অভিনেত্রীর সঙ্গে নিজের তুলনা করলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
Leave A Comment