নিজস্ব প্রতিনিধি: কথায় আছে, বাইকের চাকা শয়তানের চাকা। চার চাকার থেকেও সাংঘাতিক বাইকের দুই চাকা। বাইকের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে গেলেই ব্যস, জীবন শেষ। এইভাবে প্রতিদিন বহু মানুষের মৃত্যু হয়, তবুও মানুষ সবকিছু ভুলে আবার যে কে সেই! যাই হোক, সম্প্রতি এমনই বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হলেন জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা টিটিএফ ভাসান। ঘটনাটি ঘটেছে ১৭ সেপ্টেম্বর কাঞ্চিপুরমের কাছে। এই ঘটনায় চরম বিব্রত হয়ে থালাপথি বিজয়ের আসন্ন ছবি ‘লিও’-র লেখক তথা পরিচালক রত্নকুমার একটি পোস্টের মাধ্যমে বাইক স্টান্টকে উৎসাহিত না করার জন্য সবাইকে অনুরোধ করলেন। আর জনগণকে ট্রাফিক নিয়ম মেনে চলারও নির্দেশ দিলেন।
রিপোর্ট অনুসারে, জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা টিটিএফ ভাসান কাঞ্চিপুরমে যাওয়ার পথে একটি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। খবর অনুযায়ী, তাঁর একটি অস্ত্রোপচার করা হবে। এই ঘটনা শোনা মাত্রই চরম বিব্রত হয়ে লিও লেখক এবং পরিচালক রথনা কুমার টুইটার সবাইকে সাহসী বাইক স্টান্ট না করার অনুরোধ করেন। YouTuber TTF Vasan এর একটি বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে, সাহসী বাইক স্টান্টের জন্য তিনি পরিচিত৷ ডিসেম্বরেই তিনি ‘মঞ্জল বীরান’ দিয়ে তামিল সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে প্রস্তুত, তার আগেই এমন দুর্ঘটনার মুখে পড়তে হল তাঁকে। টিটিএফ ভাসানের দুর্ঘটনার একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এমনকী জানা গিয়েছে, তাঁর বিরুদ্ধে পাবলিক স্পেসে বেপরোয়া গাড়ি চালানোর জন্য একটি মামলাও দায়ের করা হয়েছে।
TTF ভাসান 29শে জুন তাঁর জন্মদিনের দিন, কলিউডে অভিষেকের ঘোষণা করেছিলেন। এছাড়াও অভিনেতার বিরুদ্ধে অভিযোগ, তিনি অতীতে তাঁর ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে মানুষকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছেন এবং ট্রাফিক নিয়ম লঙ্ঘনের জন্য একাধিকবার জরিমানাও হয়েছিল তাঁর বিরুদ্ধে।