মাস্কহীন ভক্তের ফোন কেড়ে বিতর্কের মুখে দক্ষিণী অভিনেতা অজিথ
Share Link:

নিজস্ব প্রতিনিধি: আজ তামিলনাড়ুতে ২৩৪টি আসনে চলছে ভোট গ্রহণ পর্ব। চেন্নাইয়ের তিরুভানমিউরের একটি কেন্দ্রে আজ ভোট দিতে আসেন দক্ষিণী সুপারস্টার অজিথ ও তাঁর স্ত্রী শালিনী। সম্প্রতি ওই কেন্দ্রে ভোট চলাকালীন এই ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা গেছে তাঁর এক ভক্ত তাঁকে দেখা মাত্রই ফোনে সেলফি তুলতে শুরু করেন তাঁর অনুমতি ছাড়াই। কিন্তু ওই ব্যক্তি মাস্ক ছাড়া থাকাই তাঁর ফোন কেড়ে নেন অভিনেতা। তবে পরে অবশ্য ওই ব্যক্তির ফোন ফিরিয়ে দেন অভিনেতা।
দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ, আর এই সময় মাস্ক ছাড়া ও তাঁর অনুমতি ছাড়াই সেলফি তোলা, এই বিষয়ে রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেতা। তাঁর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরি শুরু হয় তর্ক-বিতর্ক। এই ঘটনাকে সম্বোধন করে তাঁর ভক্তকুল প্রশংসা করেছেন অভিনেতার। অন্যদিকে, নেটিজেনদের মতে অজিতের এই রকম আচরণের ফলে মনক্ষুণ্ণ হয়েছেন তাঁর ভক্তরা।
প্রসঙ্গত এদিন সকাল সকাল ভোট দিতে দেখা গেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, কামাল হাসান, সুরিয়া ও অন্যান্যদের।
দিন দিন বাড়ছে করোনার সংক্রমণ, আর এই সময় মাস্ক ছাড়া ও তাঁর অনুমতি ছাড়াই সেলফি তোলা, এই বিষয়ে রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন অভিনেতা। তাঁর এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরি শুরু হয় তর্ক-বিতর্ক। এই ঘটনাকে সম্বোধন করে তাঁর ভক্তকুল প্রশংসা করেছেন অভিনেতার। অন্যদিকে, নেটিজেনদের মতে অজিতের এই রকম আচরণের ফলে মনক্ষুণ্ণ হয়েছেন তাঁর ভক্তরা।
প্রসঙ্গত এদিন সকাল সকাল ভোট দিতে দেখা গেছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত, কামাল হাসান, সুরিয়া ও অন্যান্যদের।
Ajith : Sorry Sorry
— PS (@D10SPS) April 6, 2021
Fan : Ok Thala.
He clearly didn't throw the phone down after getting it.#Valimai #AjithKumar pic.twitter.com/naPEL5dIM5
More News:
19th April 2021
18th April 2021
'গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি'র জন্য পেক্ষাগৃহ নয়, ওটিটি-ই ভরসা সঞ্জয়ের
18th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
17th April 2021
আলমবাজারে বিক্ষোভের মুখে পার্ণো! লাঠিচার্জ কেন্দ্রীয় বাহিনীর
Leave A Comment