'জয়ললিতা'র জন্মদিনে বড় চমক
Share Link:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে অপেক্ষার অবসান। আজ সকালে কঙ্গনা রানাওয়াত টুইটারে জানিয়েছিলেন আজ জয়ললিতার ৭৩তম জন্মদিনে টিম ‘থালাইভি’ একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে চলেছে। কী এমন বড়সড় ঘোষণা? প্রশ্ন জাগে ভক্তদের মনে। শেষমেশ সমস্ত জল্পনার অবসান। কঙ্গনা টুইটারে ‘থালাইভি’-র রিলিজ ডেট ঘোষণা করেছেন। এটাই ছিল টিম ‘থালাইভি’-র চমক। ২৩শে এপ্রিল রিলিজ করছে ‘থালাইভি’।
প্রসঙ্গত, জয়লতিতার বায়োপিক নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। অভিনেত্রী থেকে একজন রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। পরিচালনায় এ এল বিজয়। পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, যিশু সেনগুপ্ত,প্রকাশ রাজ এবং আরও অনেকে।
এই ছবিতে অভিনয়ের জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছেন বলি কুইন। সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন “এই প্রথম আমি কোনও সুপারহিউম্যান মহিলার চরিত্রে অভিনয় করলাম। শুধু অভিনয় নয়, আমার শরীরটাকেও অনেকটা ভাঙতে হয়েছে। ২০ কেজি ওজন বাড়াতে হয়েছে। আমার ব্যাক সাইড ক্ষতিগ্রস্থও হয়েছে। কিন্তু আমি পারফেকশনের জন্য সবকিছু করতে পারি।”
প্রসঙ্গত, জয়লতিতার বায়োপিক নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। অভিনেত্রী থেকে একজন রাজনীতিবিদ হয়ে ওঠার গল্প তুলে ধরা হয়েছে এই ছবিতে। পরিচালনায় এ এল বিজয়। পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন অরবিন্দ স্বামী, যিশু সেনগুপ্ত,প্রকাশ রাজ এবং আরও অনেকে।
এই ছবিতে অভিনয়ের জন্য ২০ কেজি ওজন বাড়িয়েছেন বলি কুইন। সোশ্যাল মিডিয়ায় কঙ্গনা লিখেছেন “এই প্রথম আমি কোনও সুপারহিউম্যান মহিলার চরিত্রে অভিনয় করলাম। শুধু অভিনয় নয়, আমার শরীরটাকেও অনেকটা ভাঙতে হয়েছে। ২০ কেজি ওজন বাড়াতে হয়েছে। আমার ব্যাক সাইড ক্ষতিগ্রস্থও হয়েছে। কিন্তু আমি পারফেকশনের জন্য সবকিছু করতে পারি।”
To Jaya Amma, on her birthanniversary
— Kangana Ranaut (@KanganaTeam) February 24, 2021
Witness the story of the legend, #Thalaivi, in cinemas on 23rd April, 2021. @thearvindswami #Vijay @vishinduri @ShaaileshRSingh @BrindaPrasad1 @neeta_lulla #BhushanKumar @KarmaMediaent @TSeries @vibri_media #SprintFilms @ThalaiviTheFilm pic.twitter.com/JOn812GajH
More News:
20th April 2021
20th April 2021
20th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
19th April 2021
Leave A Comment