নিজস্ব প্রতিনিধি: টলিউডের একের পর এক খুশির খবর। আগামী ডিসেম্বরেই শুভশ্রী গঙ্গোপাধ্যায় দ্বিতীয়বার মা হতে চলেছেন। বড় দাদা রূপে প্রমোশন হল ইউভানের। সুতরাং দ্বিতীয় সন্তানের প্রসব আজকাল সেলিব্রিটিদের মধ্যেও ট্রেন্ডিং। জুলাই মাসের শুরুতেই জনপ্রিয় গায়ক অনীক ধর প্রকাশ্যে এনেছিলেন তিনি দ্বিতীয় বার বাবা হতে চলেছেন। স্ত্রীর সাধের ছবি পোস্ট করে দিয়েছিলেন সুখবর। অবশেষে অপেক্ষার প্রহর শেষে। সোমবার কলকাতার এক বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনীক পত্নী দেবলীনা। এবার তাঁদের ঘরে এল পুত্র সন্তান। তাঁদের প্রথম সন্তান কন্যা। ছেলের জন্মের খবর এবং সদ্যজাতের প্রথম ঝলকও প্রকাশ্যে এনে সুখবরটি দিলেন সারেগামাপা-র বিজয়ী। সঙ্গে আরও জানালেন, মা ও ছেলে দুজনেই ভালো আছেন।
ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন দেবলীনা, আর তাঁর পাশেই রাখা আছে খুদেকে। অনীক ও মেয়ে আদ্যা দাঁড়িয়ে রয়েছে দেবনীলার বেডের পাশে। তিনজনের মুখেই পরিতৃপ্ত হাসির ঝলক। পাঁচ বছর বয়সেই দিদিতে প্রমোশন হল ছোট্ট আদ্যার।
পোস্টের ক্যাপশনে শুভাকাঙ্খীদের উদ্দেশে অনীক লেখেন-‘আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্হ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন।’ আর অভিনেতার এই পোস্টটি ভাইরাল হওয়া মাত্রই গায়কের ইন্ডাস্ট্রির বন্ধুরা শুভেচ্ছা জানাতে শুরু করেন। শুভশ্রী পোস্টের কমেন্টে জানান, ‘অনেক অভিনন্দন, খুব ভালো খবর। ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি।’ প্রসঙ্গত, ২০১৪ সালে ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক। এরপর ২০১৮ সালের অগস্টে মেয়ের বাবা হন অনীক ধর। নাম রাখেন আদ্যা। তাঁর মেয়ের বয়স এখন ৫। ২০০৭-এ সারাগামাপা বাংলা জেতার পর লাইমলাইটে আসেন অনীক। সম্প্রতি জিতের ‘চেঙ্গিজ’ -এ সুরকার ও গায়ক হিসাবে কাজ করেছেন অনীক ধর।