-273ºc,
Tuesday, 30th May, 2023 2:14 pm
নিজস্ব প্রতিনিধি: অবশেষে মুক্তি পেল বহু প্রতীক্ষিত বলিউড ছবি ‘জুগ জুগ জিও’ (JUGJUGG Jeeyo)। না না অবাক হওয়ার কিছু নেই, আপাততঃ মুক্তি পেয়েছে, এই ছবির পোস্টার। জুগ জুগ জিও-এর নির্মাতারাই শুক্রবার এই ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন তাঁদের সোশ্যাল মাধ্যমে। মোশন পোস্টারগুলির মধ্যে একটিতে দেখা যাচ্ছে, নীতু কাপুর, অনিল কাপুর, বরুণ ধাওয়ান এবং কিয়ারা আদভানির সুপার কিউট পোজ৷ আর ছবিতে তাঁদের সবাইকে সাদা বর্ণের ট্রেডিশনাল পোশাকে দেখা যাচ্ছে।
View this post on Instagram
এতে লেখা আছে, “একটি পারিবারিক পুনর্মিলন, বিস্ময়ে পরিপূর্ণ।” আর এই ছবির আরেকটি পোস্টার শেয়ার করে, নীতু কাপুর তাঁর ইনস্টাগ্রামে লিখেছেন, “কিছু কিছু চমক ছাড়া পারিবারিক পুনর্মিলন হওয়া সম্ভব কী! আমি আপনাদের আমার পাগল পরিবারের পারিবারিক পুনর্মিলনে আমন্ত্রণ জানাচ্ছি।”
View this post on Instagram
আরেকটি পোস্টার শেয়ার করে, তিনি লিখেছেন, “আগামী ২৪ জুন আপনার কাছাকাছি সিনেমা হলে আমার পরিবারের জাদুটি উপভোগ করুতে অবশ্যই আসবেন, জুগ জুগ জিও।” এই ছবিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রাজকতা কোহলি এবং মনীশ পলও৷ আগামী ২৪ জুন ‘জুগ জুগ জিও’ মুক্তি পাচ্ছে দেশের প্রতিটি প্রেক্ষাগৃহে। কিয়ারা আদভানিও এই পোস্টার শেয়ার করে লিখেছেন, JUGJUGG Jeeyo। এই ছবি পরিচালনার দায়িত্ব রয়েছেন রাজ মেহতা, এবং প্রযোজনা করেছেন করণ জোহরের ধর্ম প্রোডাকশন।