নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: গত সপ্তাহ থেকেই টানটান উত্তেজনা! ২০২৪ সালে অস্কারের মঞ্চে কোন ভারতীয় ছবির জায়গা হচ্ছে, তা নিয়ে ছিল তুমুল উত্তেজনা! অনেকেই ভেবেছিলেন, ‘দ্য কেরালা স্টোরি’ জায়গা নিচ্ছে অস্কারের দৌরাত্ম্যে। কিন্তু সে গুঁড়ে বালি। অবশেষে চলেই এলো ২০২৪ সালে অস্কারের মঞ্চে ভারতকে প্রতিনিধিত্ব করার ছবির লিস্ট। দ্য কেরালা স্টোরি না হলেও কেরলের একটি ছবি অস্কারের প্রতিযোগিতায় সামিল হল। থিয়েটারে অসাধারণ সাফল্যের পরে, মালায়লাম ছবি ‘2018’ অস্কারের তালিকায় নিজের নাম তুলল। টোভিনো থমাস অভিনীত ‘2018’, ২০২৪ সালের অস্কারের জন্য ভারতের আনুষ্ঠানিক এন্ট্রি হিসাবে নির্বাচিত হয়েছে। এ বছরেও দক্ষিণী ছবির মুকুটে উঠেছিল অস্কার। RRR-এর হাত ধরে ১৪ বছর পর ভারতে অস্কার প্রবেশ করেছে।
আগামী বছরেও ভারতকে প্রত্যাশা দেবে কি দক্ষিণী ছবি, সেটাই এখন অপেক্ষার! জুড অ্যান্টানি জোসেফ দ্বারা পরিচালিত, ‘2018’ বাস্তব জীবনের কেরলের বন্যার একটি মর্মস্পর্শী চিত্রায়ন। এমনকী ২০২৩ সালের দ্বিতীয় সর্বোচ্চ-আয়কারী মালায়লাম চলচ্চিত্র। ২০১৮ সালে কেরলের বন্যার কারণে সৃষ্ট ধ্বংসযজ্ঞের উপর ভিত্তি করে তৈরি ছবিটি তাৎক্ষণিকভাবেও জনসাধারণের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। দুর্যোগের সময় পরিবার, গর্ভবতী মহিলা, বয়স্ক ব্যক্তি এবং অন্যান্যরা কী ধরণের সংগ্রাম করেছে তা দেখানো হয়েছে ছবিতে। সেটাই এখন অস্কারের দৌরাত্ম্যে সামিল করল ছবিটিকে। বাণিজ্য বিশ্লেষক রমেশ বালা X (সাবেক টুইটার) এ একই কথা শেয়ার করে লিখেছেন, “#BREAKING: #2018Movie- মালায়লাম ফিল্মটি #Oscars2024 ভারতের আনুষ্ঠানিক প্রবেশ হবে।” ২৭ সেপ্টেম্বর, ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়া খবরটি ghoshona করেছেন।
অভিনেতা কুনচাকো বোবান প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, “এটি আমাদের জন্য একটি গর্বের মুহূর্ত। এটি দুর্দান্ত শুটিং ছিল এবং ছবিটি কেরলে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। বিশ্বব্যাপী, ‘2018’ লোকেদের দ্বারা প্রশংসিত হয়েছে। যেহেতু, এটি একটি বাস্তব গল্প, তাই এটি ব্যাপকভাবে দর্শকদের কাছে পৌঁছতে সক্ষম হয়েছে।” ‘2018’ মুভিতে অভিনয় করেছিলেন, কুনচাকো বোবান, টোভিনো থমাস, আসিফ আলি, ভিনীত শ্রীনিবাসন, অপর্ণা বালামুরালি, কালাইয়ারাসন, নারাইন, লাল, ইন্দ্রানস, অজু ভার্গিস, তানভি রাম, শিবদা, এবং গৌতমি নায়ার। কাব্য ফিল্ম কোম্পানি এবং পিকে প্রাইম প্রোডাকশনের ব্যানারে ‘2018’ প্রযোজনা করেছেন ভেনু কুন্নাপিলি, সিকে পদ্ম কুমার এবং আন্তো জোসেফ।