নিজস্ব প্রতিনিধি: দক্ষিণী ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া। গত ৩১ অগস্ট নিজের বাড়ি থেকেই মৃত অবস্থায় উদ্ধার হয়েছিলেন বিশিষ্ট মালায়ালাম সিনেমা এবং টিভি অভিনেত্রী অপর্ণা পি নায়ার। মৃত্যুর কয়েক ঘন্টা আগেও অভিনেত্রী তাঁর মেয়ের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। কিন্তু আচমকাই কেন আত্মহত্যা করতে গেলেন অভিনেত্রী, যদিও বিষয়টি এখনও স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। অভিনেত্রীর পরিবারে রয়েছে তাঁর স্বামী এবং দুই সন্তান। অভিনেত্রীকে ৩১শে অগস্ট কেরলের তিরুবনন্তপুরমে কারামানায় তাঁর বাড়ি থেকেই মৃত অবস্থায় পাওয়া যায়। মাত্র ৩১ বছরেই জীবনের উপর বিতৃষ্ণা কেন তাঁর? রিপোর্ট অনুসারে, অপর্ণার বোন অভিনেত্রীর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, অভিনেত্রীর স্বামীর অতিরিক্ত মদ্যপান এবং অজ্ঞতাই তাঁকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। অর্থাৎ অপর্ণার পরিবার বোনের মৃত্যুর জন্যে তাঁর স্বামী সঞ্জিতকে দোষারোপ করেছে।
অপর্ণা নায়ার মালায়ালাম চলচ্চিত্র এবং টিভি শোতে অভিনয়ের মাধ্যমে যথেষ্ট পরিচিত ছিলেন। তাঁর মর্মান্তিক মৃত্যুতে এখনও শোকস্তব্ধ মালায়ালাম ইন্ডাস্ট্রি। অপর্ণা নায়ারের মৃত্যুতে তাঁর পরিবার অভিযোগ করেছেন যে, অপর্ণার মৃত্যুর জন্য তার স্বামী দায়ী। তিনি মদ্যপ অবস্থায় অভিনেত্রীকে রীতিমতো মারধর করতেন। ইতিমধ্যেই অভিনেত্রীর বোন থানায় অভিযোগ দায়ের করেছেন তাঁর স্বামীর বিরুদ্ধে। স্বামীর অতিরিক্ত মদ্যপানের অভিনেত্রীর সহ্যূর বাঁধ ভেঙেছিল। তাই এই আত্মহত্যা। অভিনেত্রীর মা FIR-এ জানিয়েছেন যে, অভিনেত্রীকে তিনি অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেই হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, সেখানেই তাঁকে মৃত ঘোষণা করা হয়। স্বামী সঞ্জিত তাঁকে চরম মানসিক নির্যাতন করতেন। তবে সঞ্জিতের কথায়, তাঁদের মধ্যে কোনও সমস্যা ছিল না এবং তারা সুখেই জীবনযাপন করছিলেন।তবে এক্ষুনি গ্রেপ্তার করেনি অভিনেত্রীর স্বামীকে, পুলিশ জানিয়েছে যে, তাঁরা অভিযোগ গুলি খতিয়ে দেখার পর সঞ্জিতের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবেন।
অপর্ণা নায়ার সম্পর্কে
মালয়ালম অভিনেত্রী অপর্ণা নায়ার ‘চন্দনমাঝা’, ‘আত্মসাখী’ প্রভৃতি টিভি সিরিয়ালের জন্য বিখ্যাত হয়েছিলেন, পাশাপাশি তিনি কয়েকটি ছবিতে অভিনয়ও করেছিলেন।