নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গোটা বিশ্ব ‘জওয়ান’ জ্বরে কাবু। কলকাতা, চেন্নাই, কাশ্মীর, হায়দ্রাবাদ, মুম্বই-সহ দেশের আনাচে-কানাচে সিনেমা হলগুলির সামনে গতকাল রাত থেকেই ভক্তদের তুমুল ভিড় জমেছে। বৃহস্পতিবার সাড়ম্বরে গোটা বিশ্বে মুক্তি পেল শাহরুখের জওয়ান। যে ছবি নিয়ে গত ১ মাস ধরে SRK-এর ফ্যানেরা প্রস্তুতি শুরু করেছেন নিজেদের শহরে SRK-কে বরণ করার জন্য। মুক্তির আগেই প্রায় ৫০ কোটি টিকিট বিক্রি হয়ে গিয়েছিল জওয়ানের। আর এদিনও ব্যতিক্রম হল না। ভোর থেকেই আতস বাজি পুড়িয়ে, ঢাক ঢোল পিটিয়ে, বাদশার ছবিতে মালা পরিয়ে শাহরুখ খানকে স্বাগত জানিয়েছেন ভক্তরা। তবে একই দিনে বাংলাদেশেও জওয়ান মুক্তি পাওয়ার কথা থাকলেও বাংলাদেশের ভক্তদের কপাল খারাপ।
বাংলাদেশে ছবি মুক্তির জন্যে একাধিক বাধার সম্মুখীন হয়েছে। কারণ বাংলাদেশ সেন্সর বোর্ড জওয়ান মুক্তির জন্যে ছাড়পত্র দেয়নি। তাই বাংলাদেশে ছবি মুক্তি অনির্দিষ্টকালের জন্যে স্থগিত হয়ে গিয়েছে। এর আগে সে দেশের আমদানি প্রস্তুতকারক সংস্থা অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের মুখপাত্র অনন্য মামুন, বাংলাদেশে জওয়ান মুক্তির তারিখ নিশ্চিত করেছিলেন। কিন্তু সেন্সর বোর্ডের সদস্য খোরদেশ আলম ও অরুণা বিশ্বাসের কথায়, আপাতত বাংলাদেশে জওয়ান মুক্তি অনির্দিষ্টকালের জন্যে স্থগিত করা হয়েছে। এর আগে ঢাকার বিশিষ্ট পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু জওয়ান দেশে মুক্তির জন্যে বিক্ষোভ দেখিয়েছিলেন। তিনি হুমকি দিয়েও বলেন যে, জওয়ান যাতে দেশে মুক্তি না পায় সেই ব্যবস্থা তিনি করবেন। এর আগে জানুয়ারি মাসে পাঠান মুক্তি ঘিরেও বাংলাদেশে তুমুল বিক্ষোভের সৃষ্টি হয়েছিল।
যদিও শেষমেশ ছবি ভারতে মুক্তির ৫ মাস পর পাঠান মুক্তি পেয়েছিল বাংলাদেশে। কিন্তু জওয়ান মুক্তিতে কোনোভাবেই মেনে নিতে পারছেনা ঝন্টু। তিনি এর আগে জানিয়েছিলেন, জওয়ান দেশে ছাড়পত্র পেলে তিনি সঙ্গীদের নিয়ে বাংলাদেশের রাজপথে নামবেন। প্রতিবাদ ছাড়া আর কোনো উপায় নেই তাঁর। আসলে হিন্দি ছবি বাংলাদেশে মুক্তি পেলে দেশের ছবির জন্য কোনও ক্ষতি না হয় তাই এই প্রতিবাদের মিছিল। তবে আপাততঃ কবে জওয়ান দেশে মুক্তি পাবে তার কোনো নিশ্চয়তা নেই।