পায়ে গুরুতর চোটে কাবু টাইগার, শুশ্রুষায় দিশা
Share Link:

নিজস্ব প্রতিনিধি: মুম্বইয়ে বান্দ্রার একটি ফুটবল টার্ফে রবিবার রাতে ফুটবল খেলতে নেমেছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। তাঁর সঙ্গে ছিলেন দিশা পাটানিও। ম্যাচ চলাকালীন পায়ে চোট পান টাইগার। মাঠ ছেড়ে বেরিতে আসতে হয় তাঁকে। স্ট্রেচারে তাঁকে শুশ্রুষা করেন দিশা। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছুটা সময় স্ট্রেচারে শুয়ে থাকা পর দিশার সঙ্গে সাইডলাইন ধরে হাঁটতে দেখা যায় টাইগারকে।
রবিবার ওই ফুটবল ম্যাচে অর্জুন কাপুর, অপরাশক্তি খুরানা, আয়ান শেট্টিসহ বাকিরাও খেলছিলেন টাইগারের সঙ্গে। আচমকাই পায়ে চোট লাগে তাঁর। যদিও সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, টাইগারের পায়ের চোট গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর নিজে নিজে হাঁটতেও পারছেন তিনি। তবে ওই সামান্য দুর্ঘটনার কথা শুনেও যে ভাবে টাইগারের পাশে ছিলেন দিশা তাতে তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
বিগত বেশ কয়েক বছর ধরেই টাইগার এবং দিশার প্রেমের খবরে উত্তাল বলিউড। যদিও মুখে প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা। তবে একসঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে দুই বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটানো সবেতেই একসঙ্গে দেখা যায় এই জুটিকে।
রবিবার ওই ফুটবল ম্যাচে অর্জুন কাপুর, অপরাশক্তি খুরানা, আয়ান শেট্টিসহ বাকিরাও খেলছিলেন টাইগারের সঙ্গে। আচমকাই পায়ে চোট লাগে তাঁর। যদিও সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, টাইগারের পায়ের চোট গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসার পর নিজে নিজে হাঁটতেও পারছেন তিনি। তবে ওই সামান্য দুর্ঘটনার কথা শুনেও যে ভাবে টাইগারের পাশে ছিলেন দিশা তাতে তাঁকে কুর্নিশ জানিয়েছেন নেটিজেনরা।
বিগত বেশ কয়েক বছর ধরেই টাইগার এবং দিশার প্রেমের খবরে উত্তাল বলিউড। যদিও মুখে প্রেমের কথা স্বীকার করেননি তাঁরা। তবে একসঙ্গে ছুটি কাটানো থেকে শুরু করে দুই বাড়ির লোকেদের সঙ্গে সময় কাটানো সবেতেই একসঙ্গে দেখা যায় এই জুটিকে।
More News:
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
1st March 2021
28th February 2021
28th February 2021
28th February 2021
Leave A Comment