Comm Ad 020 Tantuja

বন্ধ স্টুডিওর গেট, ছাড়পত্র মিললেও শুটিং শুরু হল না টলিপাড়ায়

Share Link:

বন্ধ স্টুডিওর গেট, ছাড়পত্র মিললেও শুটিং শুরু হল না টলিপাড়ায়

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে আপাতত চলছে লকডাউন তোলার প্রক্রিয়া। সকলেই ব্যস্ত ছন্দে ফিরতে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী গত ১ জুন থেকে শুরু করার কথা ছিল টলিপাড়ার শুটিং। কিন্তু চলতি মাসের দু’দিন পেরিয়ে গেলেও এখনও শুরু হয়নি টলিপাড়ার শুটি। বন্ধ একাধিক স্টুডিওপাড়া। কবে থেকে অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলীরা স্টুডিওতে ফিরবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউই।

এই প্রসঙ্গে স্টুডিওপাড়ার একাংশের মতে, রাতারাতি শুটিং শুরু করার নির্দেশ দিলেই তো হয় না। দীর্ঘ কয়েকমাস ধরেই একাধিক স্টুডিও বন্ধ। স্বাস্থ্যবিধি মেনে এখনও স্যানিটাইজেশনের কাজ শুরু হয়নি। এই অবস্থায় ফ্লোরগুলি আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময়ও লাগবে। তাই হাতে সময় দরকার সবকিছু স্বাভাবিক করতে। অন্যদিকে, অধিকাংশ অভিনেতা, অভিনেত্রীরাও নিজেদের সুরক্ষার বিষয় সুনিশ্চিত না হলে শুটিংয়ে ফিরতে চাইছেন না।

এই বিষয়ে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা এই নিয়ে প্রতিনিয়ত বৈঠক চালাচ্ছে। অবশ্যই স্বাস্থ্যবিধি মেনেই শুরু হবে শুটিং। সকলে মিলে সম্মিলিত একটি সিদ্ধান্ত নিয়ে মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে পেশ করা হবে বলে জানা গিয়েছে। তিনি যদি সবুজ সঙ্কেত দেন, তাহলে স্টুডিওপাড়ার হাল ফেরাতে শুরু হবে তোড়জোড়।

প্রসঙ্গত, টলিপাড়ার শুটিং শুরু করতে গত ১ জুন একটি নির্দেশিকা জারি হয়। যেখানে জানানো হয়েছিল একটি ফ্লোরে মাত্র ৩৫ জন উপস্থিতিতে শুটিং করতে হবে সকলকে। এছাড়া স্বাস্থ্যবিধি সমস্ত নিয়ম মানতে হবে নির্মাতাদের। ফলে এই বিধি নিষেধ মেনে আদপে কবে শুরু হবে টলিপাড়ার শুটিং, এখন সেটাই দেখার

Comm AD 12 Myra

More News:

Leave A Comment

Don’t worry ! Your email & Phone No. will not be published. Required fields are marked (*).

এই মুহূর্তে Live

corona 02

Stay Connected

Get Newsletter

Featured News

Advertisement

Comm Ad 023 MZP

নবান্নের কন্ট্রোলরুমে মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী।

নবান্নের কন্ট্রোলরুমে মুখ্যসচিবের সঙ্গে আলোচনায় মুখ্যমন্ত্রী।

বুধবার সারারাত নবান্নে থেকেই পরিস্থিতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

বুধবার সারারাত নবান্নে থেকেই পরিস্থিতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, ডিজি-সহ অন্য কর্তারা।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মুখ্যসচিব, ডিজি-সহ অন্য কর্তারা।

মঙ্গলবারের পর বুধবার বিকেলেও শহরের বিভিন্ন জায়গায় যান মুখ্যমন্ত্রী।

মঙ্গলবারের পর বুধবার বিকেলেও শহরের বিভিন্ন জায়গায় যান মুখ্যমন্ত্রী।

তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ও মেয়র ফিরহাদ হাকিম।

তাঁর সঙ্গে ছিলেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা ও মেয়র ফিরহাদ হাকিম।

এদিন খিদিরপুর, পার্ক সার্কাস, বালিগঞ্জ ফাঁড়ির মতো দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় যান।

এদিন খিদিরপুর, পার্ক সার্কাস, বালিগঞ্জ ফাঁড়ির মতো দক্ষিণ কলকাতার একাধিক জায়গায় যান।

এদিনও স্থানীয়দের লকডাউন মেনে চলার অনুরোধ করেন তিনি।

এদিনও স্থানীয়দের লকডাউন মেনে চলার অনুরোধ করেন তিনি।

এই নিয়ে পরপর দু'দিন শহরের বিভিন্ন জায়গায় গেলেন মুখ্যমন্ত্রী।

এই নিয়ে পরপর দু'দিন শহরের বিভিন্ন জায়গায় গেলেন মুখ্যমন্ত্রী।

তাঁর এই কাজকে তীব্র ভাষায় বিঁধেছেন বিরোধীরা।

তাঁর এই কাজকে তীব্র ভাষায় বিঁধেছেন বিরোধীরা।

পূবস্হলি দক্ষিণ বিধানসভার কালনা ১নং ব্লকের শাখাটি আদিবাসী পাড়ার বাহা পুজোর উৎসব

পূবস্হলি দক্ষিণ বিধানসভার কালনা ১নং ব্লকের শাখাটি আদিবাসী পাড়ার বাহা পুজোর উৎসব

সেখানেই যান মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ

সেখানেই যান মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ

গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। জানতে চান সুবিধা-অসুবিধার কথা

গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। জানতে চান সুবিধা-অসুবিধার কথা

পরে একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন মন্ত্রী

পরে একাধিক প্রকল্পের উদ্বোধনও করেন মন্ত্রী

জনগণের সঙ্গে বসে অনুষ্ঠানও দেখেন মন্ত্রী স্বপন দেবনাথ

জনগণের সঙ্গে বসে অনুষ্ঠানও দেখেন মন্ত্রী স্বপন দেবনাথ

প্রায় ঘণ্টাখানেক এই অনুষ্ঠানেই ছিলেন তিনি

প্রায় ঘণ্টাখানেক এই অনুষ্ঠানেই ছিলেন তিনি

#

#

Voting Poll (Ratio)

Comm Ad 025 Confed

Editors Choice

Comm Ad 006 TBS