30ºc, Haze
Sunday, 2nd April, 2023 6:10 pm
নিজস্ব প্রতিনিধি: বর্তমানে রাজ্যের অবস্থা জেরবার। ইতিমধ্যেই নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছে একাধিক টলি তারকার। হোলির দিনেই অভিনেতা বনি সেনগুপ্তকে তলব করেছিল ইডি, অভিযোগ হাজতে থাকা কুন্তলের সঙ্গে যোগাযোগ রয়েছে বনির। আর ফাঁদে পড়েই বাপ বাপ করে কুন্তলের থেকে নেওয়া ৪৪ লক্ষ টাকার কথা স্বীকার করেন বনি। জানান, তাঁরা বিলাসবহুল গাড়ি কিনতে অনেক টাকা দিয়েছেন কুন্তল। আর কুন্তল গ্রেপ্তার হতেই সেই কথা প্রকাশ্যে আসে। দু-দুবার ইডির জেরার মুখে পড়তেই গাড়ির ৪৪ লাখ টাকা ফিরিয়ে দেন বনি। কিন্তু তাও স্বস্তি নেই। সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে মিমে মিমে ছয়লাপ। এবার কটাক্ষকারীদের দলে যোগ দিলেন অঙ্কুশ হাজরাও। দিন দুই আগেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অঙ্কুশ লেখেন, ‘চারিদিকে এত দুর্নীতি চলুন একটু ভালবাসা আদানপ্রদান করি।’
তবে সেখানে দুর্নীতির কোনও প্রসঙ্গ তোলেন নি অঙ্কুশ। কিন্তু ক্যাপশন দেখে অনেকেই বলছেন বিতর্কের সঙ্গী হতেই এহেন ক্যাপশন তাঁর! আর এভাবেই অঙ্কুশ বুঝিয়ে দিলেন, রাজনৈতিক মারপ্যাঁচে তিনি নেই। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে অঙ্কুশ-ঐন্দ্রিলার লাভ ম্যারেজ। ট্রেলার দেখে মুগ্ধ অনুরাগীরা। মুখ্য চরিত্রে থাকবেন রিয়েল লাইফ কাপল অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন।তবে ছবি মুক্তির আগে দুজন হানিমুনে দিয়েছেন তাঁরা। গোয়ার বিচ থেকে একাধিক ছবি পোস্ট করে অঙ্কুশ লিখেছেন, ‘আমাদের প্রি-হানিমুন ট্রিপ । ২৯ দিন আর বাকি তো? ভাবলাম একটু প্রি-হানিমুন সেরে আসি। ভাবছেন তো যাঁদের বাবা মা এরকম তাদের কে এড়িয়ে কিভাবে এটা সম্ভব হল? জানাব সব আপনাদের । বলেছিলাম না বিয়ে অবদি আমাদের জীবনে কী কী ঘটছে সব জানাব। অপেক্ষা করুন।’
সিনেমার গল্প বলবে, ভালোবাসায় গদগদ অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে তাঁদের বিয়ে না হওয়ার কারণ হল, ঐন্দ্রিলার মায়ে (অপরাজিতা আঢ্য)র প্রাক্তন প্রেমিক অঙ্কুশের বাবা (রঞ্জিত মল্লিক)! এরপর তাঁদের বিয়ে হয় নাকি অঙ্কুশ-ঐন্দ্রিলার, সেটাই দেখার! রঞ্জিত মল্লিক-অপরাজিতা আঢ্য ছাড়াও সুরিন্দর ফিল্মসের এই ছবিতে থাকছেন সোহাগ সেন।