এই মুহূর্তে




‘সুশান্তের মতোই টার্গেটে আছেন কার্তিক’, অমল মালিকের ভিডিওটি মুছে ফেলার হুমকি




নিজস্ব প্রতিনিধি: সুশান্ত সিংহ রাজপুতের মতোই অবস্থা হবে কার্তিক আরিয়ানের, সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে বিস্ফোরক মন্তব্য করেছিলেন গায়ক অমল মালিক। যিনি সম্পর্কে বিখ্যাত সুরকার অনু মালিকের ভাইপো এবং আরমান মালিকের দাদা। মাস কয়েক আগেই পরিবারের বিরুদ্ধে বিস্ফোরক দাবি করে খবরের শিরোনামে এসেছিলেন অমল মালিক। যেখানে তিনি দাবি করেছিলেন, তিনি পরিবারের জন্যে নিজেকে উৎসর্গ করে দিচ্ছেন প্রতিনিয়ত, কিন্তু পরিবার তাঁকে কোনও সম্মান করেন না। যদিও পোস্টটি নিয়ে চর্চা শুরু হতেই তিনি পোস্টটি পরে মুছে ফেলেছিলেন। সম্প্রতি একটি পডকাস্টে আবারও একটি বিস্ফোরক মন্তব্য করে ফেলেন গায়ক অমল মালিক। তাঁর দেওয়া চাঞ্চল্যকর তথ্যটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি। যেখানে তিনি দাবি করেছিলেন যে, সুশান্ত সিংহের মতো বড় বড় প্রযোজক, পরিচালক এবং অভিনেতাদের ‘লক্ষ্যবস্তু’ হয়ে আছেন কার্তিক আরিয়ান। ২০২০ সালে আত্মহত্যার আগে ঠিক যেমনটার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত।

শোনা গিয়েছিল, মৃত্যুর আগে অনেক প্রজেক্ট থেকে বিনা নোটিশেই অভিনেতাকে সরিয়ে দেওয়া হয়েছিল।অনেক প্রযোজকের কাছে তিনি প্রত্যাখ্যান পেয়ে ছিলেন। ছোট শহর থেকে উঠে আসায় তাঁকে বহু অভিনেতা নিচু চোখে দেখতেন। সেই কারণেই হতাশাগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত। যদিও অভিনেতার মৃত্যুর সঠিক কারণ এখনও জানা নেই। কিন্তু আবারও নাকি এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলিউডে, কিন্তু এবার টার্গেট কার্তিক আরিয়ান। তিনিও ছোট শহর থেকেই বলিউডে উঠেছেন। এবং অভিনয় দিয়ে নিজের জায়গা পাকা করেছেন। কিন্তু বিষয়টি অনেকের কাছে চক্ষুশূল। এটাই পডকাস্টে দাবি করেছিলেন অমল মালিক। পাশাপাশি তিনি বলিউডের বলিউডের অন্ধকার দিকটিও তুলে ধরে ছিলেন। কিন্তু এখন, মির্চি প্লাস পডকাস্টের হোস্ট গৌরব ঠাকুর জানিয়েছেন, অমলের এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই তিনি হুমকি পাচ্ছেন। অনেকেই তাঁকে ভিডিওটি মুছে ফেলতে বলেছেন। শনিবার, গৌরব তাঁর ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে বিষয়টি নিয়ে দৃঢ়ভাবে বলেছেন যে, তিনি ভিডিওটি সরিয়ে ফেলবেন না।

অমল যা বলেছেন তা কোনও ভাবেই স্ক্রিপ্টেড নয়। তিনি লিখেছেন, “অমলের পুরো কথোপকথনটি ছিল অলিখিত এবং সম্পূর্ণরূপে অপ্রত্যাশিত। উল্লেখিত প্রতিটি নাম এবং প্রতিটি বিবৃতি ছিল আসল, কিছুই পূর্বনির্ধারিত ছিল না। এটি কার্তিক আরিয়ান বা তার দলের কোনও জনসংযোগ পদক্ষেপ নয়। পডকাস্টটি সরিয়ে ফেলা হবে না।” এছাড়াও, গৌরব আরও বলেন যে একজন মিডিয়া পেশাদার হিসেবে তিনি একটি নীতিতে অটল – তার পডকাস্টে, সত্য সর্বদা বলা হবে, তা যতই অস্বস্তিকর হোক না কেন। তিনি অমল এবং কার্তিকের ভক্তদের তাদের অপ্রতিরোধ্য সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। অমল মালিক বলেছিলেন যে, কার্তিক আরিয়ানের সঙ্গেও একই রকম ঘটনা ঘটছে, তা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হোক। চান্দু চ্যাম্পিয়ন অভিনেতা একই ধরণের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন কিন্তু তার বাবা-মায়ের সমর্থন এবং নির্দেশনার জন্য তার মুখে হাসি এবং নৃত্যের মাধ্যমে সেগুলি কাটিয়ে উঠেছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবির কার্যনির্বাহী প্রযোজক রাহুল গান্ধি?

পুরুষদের পেছনে ফেলে শীর্ষে স্কারলেট, নতুন রেকর্ড গড়লেন অভিনেত্রী

৩৮ লক্ষ টাকা প্রতারণা মামলায় যুক্ত মহেশ বাবু, ফের আইনি বিপাকে সুপারস্টার

গর্ভবতী কিয়ারা বাদ, ‘ডন 3’-তে রণবীরের নায়িকা হচ্ছেন কৃতি স্যানন

‘রাম নন, দশরথ এবার অরুণ গোভিল’, হতবাক পর্দার ‘সীতা’, রামায়ণের কাস্টিং নিয়ে বিতর্ক

‘ভয়টা রয়েই গেছে’, লিভার কেটে বাদ দিলেও ফের ক্যান্সারে আক্রান্ত হতে পারেন দীপিকা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ