এই মুহূর্তে




১৯ বছর বয়সে ৮ মাসের সন্তানকে নিয়ে স্বামীর ঘর ছেড়েছিলেন ‘উরি’ অভিনেত্রী




নিজস্ব প্রতিনিধি: অভিনয় জগতে নাম করতে যেমন সময় লাগে, তেমনি দুর্নাম কুড়তোও বেশি সময় লাগেনা। সাফল্য পেলেও অতীতকে ভোলা সম্ভব হয়ে ওঠে না অনেক সময়েই। কারণ অতীত থেকেই বর্তমানের ভিট তৈরি হয়। যাই হোক, অভিনেত্রী রুখসার রহমান, মূলত ধারাবাহিকে অভিনয়ের জন্যেই তিনি পরিচিত। এছাড়াও তিনি সিরিয়ালের অভিনয়কে পুঁজি করে একাধিক সুপার সিট ছবিতেও অভিনয় করেছেন। পিকে, সরকার, গড তুসি গ্রেট হো-এর মতো কয়েকটি ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। তবে ইন্ডাস্ট্রিতে জায়গা বানানোর জন্যে ব্যক্তিগত জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছিল অভিনেত্রীকে, সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই বিষয়েই মুখ খুললেন অভিনেত্রী।রুখসার জানিয়েছেন, কেরিয়ারের শুরুতেই তাঁর বাবা-মা জোর করেই তাঁকে বিয়ে দিয়ে দেন। কিন্তু অত্যাচারী স্বামীর হাত থেকে বাঁচতে মাত্র ১৯ বছর বয়সেই সদ্যজাত শিশু কন্যাকে তিনি পালিয়ে যান।

১৯৯২ সালে দীপক আনন্দের ‘ইয়াদ রাখেগি দুনিয়া’ ছবির মাধ্যমে তিনি বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ করেন। তখন তাঁর বয়স হয়েছিল মাত্র ১৭ বছর। তিনি কিংবদন্তি অভিনেতা ঋষি কাপুরের সঙ্গে ‘ইন্তেহা প্যায়ার কি’ ছবিতেও অভিনয় করেছিলেন। কিন্তু তাঁর বাবা-মা তাঁর অভিনয় কেরিয়ারে প্রতি কোনও সম্মতি দেননি। বরং তাঁকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেন। মার ফলে তিনি অভিনয় ছেড়ে দিতে বাধ্য হন। এরপর ১৯ বছর বয়সে, রুকসার আয়েশা নামে একটি কন্যা সন্তান হয়। এরপর তিনি মেয়েকে নিয়েই পালিয়ে যান। অভিনেত্রীর কথায়, “আয়েশার সঙ্গে, আমি আমার নতুন উদ্দেশ্য খুঁজে পেয়েছি। জীবনটা বাইরে থেকে নিখুঁত লাগছিল। আমি একজন ভালো স্ত্রী হওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে, ফাটল দেখা দিতে শুরু করে। এবং বিয়ে ভেঙে যায়। তখন আমি সাহস সঞ্চয় করে নিজের জন্য এক পা এগিয়ে গেলা ৮ মাস বয়সী মেয়েকে কোলে নিয়ে পালিয়ে গেলাম। তখনও হয়তো সে জানত না যে, আমাদের জীবন বদলে যেতে চলেছে। পালানোর আগে, আমি নিজেকে বারবার জিজ্ঞাসা করছিলাম, ‘আমি কি ঠিক করছি?’ কিন্তু আমি জানতাম যে আমি সবকিছু চেষ্টা করেছি। এরপর আমি আমার বাবা বাড়ি গেলাম। বাবা দরজা খুললেন। কিন্তু আমাকে কিছু জিজ্ঞাসা করলেন না, কেবল বললেন, ‘তুমি ঠিক হয়ে যাবে। এরপর আমি জীবিকা নির্বাহের জন্য, উত্তর প্রদেশের রামপুরে একটি পোশাকের বুটিক খোলেন। কিন্তু আমার ভিতরের অভিনেতা সত্ত্বা আমাকে টানছিল। অবশেষে আমি অভিনয়ে ফিরলাম।”

রুক্সার ডি, সরকার, পিকে, উরি, ৮৩ এর মতো ছবিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন। বহু বছর পর, রুক্সার চলচ্চিত্র নির্মাতা ফারুক কবিরকে বিয়ে করেন, কিন্তু ১৩ বছর পর তারা বিবাহবিচ্ছেদের আবেদন করেন। “এটা কষ্টের ছিল, কিন্তু আয়েশা আমার পাশে ছিল। আমি বিশ্বাস করি সে আমাকেও বড় করেছে। একটা সময় ছিল যখন আমি ভাবতাম আমার গল্প শেষ। কিন্তু আমি অভিনয়কে এতটাই ভালোবাসতাম যে তা ছেড়ে দিতে পারি নি।”




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

মুম্বইতে ৬.৭৫ কোটি টাকায় ৩টি ফ্ল্যাট বেচলেন রাকেশ-হৃতিক, পকেটে টান পড়ল নাকি?

এয়ার ইন্ডিয়ার উপর আস্থা নেই! ফ্লাইট বাতিল করে টাকা ফেরত চাইলেন মীরা চোপড়া

হানিমুনে বন্ধুর কাছে স্ত্রীকে বিক্রির চেষ্টা, সঞ্জয়কে বিয়ের পর নরক হয়ে উঠেছিল করিশ্মার জীবন….

‘সময় ঘনিয়ে আসছে’, মৃত্যুর তিনদিন আগে সমাজমাধ্যমে পোস্ট করিশ্মার প্রাক্তন স্বামীর

পোলো খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন করিশ্মার প্রাক্তন স্বামী

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ