নিজস্ব প্রতিনিধি: সামান্য ফুসকুড়ি থেকেই রক্তারক্তি কাণ্ড। হ্যাঁ, এমন অবস্থাতেই তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হল ‘গুহামানব’ পরিচালক পারমিতা মুন্সিকে। বিপদ তো বলে কয়ে আসেনা। সেই ফুসকুড়ির থেকে রক্তাক্ত অবস্থা হতেই তড়িঘড়ি মঙ্গলবার হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। বিছানা থেকে ছবি পোস্ট করে ভক্তদের কাছে খবরটি ভাগ করে নেন পারমিতা। যদিও পরিচালকের দেখা মেলেনি, শুধুই তাঁর সূচ ফোটানো হাতের ছবি দেখা গিয়েছিল। হাতে স্যালাইনের চ্যানেল করা হাতের ছবি পোস্ট করে তিনি লেখেন- ‘না পাওয়ার রং নাও তুমি’। যা দেখে স্বাভাবিক ভাবেই উদ্বিগ্ন ইন্ডাস্ট্রির বন্ধুরা। অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী লেখেন-‘একি কী হল? তাড়াতাড়ি সুস্থ হও’। ভাস্বর চট্টোপাধ্যায় লেখেন- ‘কী হল’। তবে তাঁদের কারুরই প্রশ্নের জবাব দেননি পরিচালক। শুধু জানান- ‘উটকো বিপদ’।
জানা গিয়েছে, ডান দিকের বুকে ফুসকুড়ি হয়েছিল পরিচালকের, সেখান থেকে সোজা হাসপাতলের বিছানায় পৌঁছে গেলেন তিনি। আসলে একটি সামান্য ফুসকুড়ি খুঁটে বিপদ বাঁধান তিনি, তার থেকে রক্ত বন্ধই হচ্ছিল না। অগত্যা তাঁকে তড়িঘড়ি হাওড়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। একটি বেসরকারি সংবাদ মাধ্যমকৈ পরিচালক নিজেই জানান, ‘আমার বুকের ডান দিকে একটা ফুসকুড়ি হয়েছিল। সেটা ভুল করে খুঁটে ফেলি। তার পর প্রচুর রক্ত বার হয়েছিল। যদিও তা দু-তিন দিন আগের ঘটনা। তার পর আচমকা গতকাল আবার রক্তক্ষরণ শুরু হয়। থামছিলই না।’ তবে চিকিৎসকরা এখনই অস্ত্রোপচারের পরামর্শ দেননি, কিন্তু তাঁকে পর্যবেক্ষণে রাখতে হবে। ক্ষত জায়গায় ম্যামোগ্রাফি করা হবে।
ফের রক্তক্ষরণ হলে অপারেশন করা হবে। প্রসঙ্গত, দিন কয়েক আগেই ‘হেমা মালিনী’ ছবির শ্যুটিং শেষ করেছেন পারমিতা। যেখানে মুখ্যভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবলীনা দত্ত। এছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে পারমিতার আরও একটি ছবি ‘ম্যারেজ অ্যানিভার্সারি’।