আগামীকালই বিয়ে বরুণ-নাতাশার, ছবিতেই স্পষ্ট
Share Link:

নিজস্ব প্রতিনিধি: খোশমেজাজে বরুণ ধাওয়ান। রাত পোহালেই সানাই বাজবে ডেভিড ধাওয়ানের পরিবারে। বেশ কিছুদিন ধরেই চুপিসারে নিজের বিয়ের তোরজোর শুরু করে দিয়েছেন্ন বরুণ। নিজের দীর্ঘদিনের বান্ধবী নাতাশা দালালের সঙ্গে আগামী ২৪ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বলিউডের এই তরুণ অভিনেতা।
নিজের আত্মীয় পরিজন ও স্বল্প অতিথির পরিসরে বিয়ে সারবেন বরুণ। এই কথা আগেই জানা গিয়েছিল সূত্র মারফত। এদিন দুপুরে আলিবাগের ম্যানিসন হাউসে মেহেন্দির অনুষ্ঠান হয়েছে বলে জানা গিয়েছে। রাতেই সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে।
বিয়ের আগে বরুণের ব্যাচেলার পার্টির ছবি এদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সূত্র মারফত জানা যায়, ধাওয়ান পরিবারের তরফে এই বিয়ে নিয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভিতরে কোনও মিডিয়া ব্যক্তি কিংবা মোবাইল ফোনের ব্যবহারে না করার নির্দেশ রয়েছে।
গত শুক্রবার বরুণ ও তাঁর বান্ধবী নাতাশার পরিবার বিয়ের জন্য আলিবাগের উদ্দেশ্যে মুম্বই থেকে রওনা দেয়। বরুণের বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন সলমন খান, করণ জোহার, শাহরুখ খান, আলিয়া ভাট ও রণবীর কাপুর। আগামীকাল অর্থাৎ ২৪ জানুয়ারি রবিবারই বান্ধবী নাতাশার সঙ্গে গাঁটছড়া বদ্ধ হবেন বরুণ।
নিজের আত্মীয় পরিজন ও স্বল্প অতিথির পরিসরে বিয়ে সারবেন বরুণ। এই কথা আগেই জানা গিয়েছিল সূত্র মারফত। এদিন দুপুরে আলিবাগের ম্যানিসন হাউসে মেহেন্দির অনুষ্ঠান হয়েছে বলে জানা গিয়েছে। রাতেই সঙ্গীতের অনুষ্ঠান রয়েছে।
বিয়ের আগে বরুণের ব্যাচেলার পার্টির ছবি এদিন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সূত্র মারফত জানা যায়, ধাওয়ান পরিবারের তরফে এই বিয়ে নিয়ে নিষেধাজ্ঞা জারি রয়েছে। ভিতরে কোনও মিডিয়া ব্যক্তি কিংবা মোবাইল ফোনের ব্যবহারে না করার নির্দেশ রয়েছে।
গত শুক্রবার বরুণ ও তাঁর বান্ধবী নাতাশার পরিবার বিয়ের জন্য আলিবাগের উদ্দেশ্যে মুম্বই থেকে রওনা দেয়। বরুণের বিয়েতে নিমন্ত্রিত অতিথিদের তালিকায় রয়েছেন সলমন খান, করণ জোহার, শাহরুখ খান, আলিয়া ভাট ও রণবীর কাপুর। আগামীকাল অর্থাৎ ২৪ জানুয়ারি রবিবারই বান্ধবী নাতাশার সঙ্গে গাঁটছড়া বদ্ধ হবেন বরুণ।
More News:
26th February 2021
26th February 2021
26th February 2021
25th February 2021
এই অভিনেত্রীর সঙ্গে নিজের তুলনা করলেন বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
25th February 2021
24th February 2021
Leave A Comment