এই মুহূর্তে




গুরুতর অসুস্থ উত্তম মহান্তি, ভুবনেশ্বর থেকে দিল্লিতে নেওয়া হল রচনার নায়ককে




নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ কিংবদন্তি ওড়িয়া অভিনেতা উত্তর মোহান্তি। স্বাস্থ্যের অবনতির কারণে তাঁকে ভুবনেশ্বর থেকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। উড়িষ্যা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন কিংবদন্তি অভিনেতা উত্তম মোহান্তি। তাঁর সঙ্গে জুটি একাধিক ছবি উপহার দিয়েছেন টলিউড কুইন রচনা বন্দোপাধ্যায়। একসময় উড়িষ্যা ইন্ডাস্ট্রিতে উত্তম মোহান্তি এবং রচনার জুটি ছিল সবথেকে পপুলার জুটি। একসঙ্গে অভিনয়ের তাঁদের সমস্ত চলচ্চিত্রই ব্লকবাস্টার হিট হয়েছিল। আজও ওড়িয়া ইন্ডাস্ট্রির আইকনিক জুটি তাঁরা। যাই হোক, উত্তম মোহান্তি গুরুতর অসুস্থতার কথা ছড়িয়ে পড়ার পর থেকেই উদ্বিগ্ন ভক্তরা। কিন্তু কী হয়েছে অভিনেতার?

সূত্রের খবর, লিভার সিরোসিসে আক্রান্ত অভিনেতা। গতকাল শনিবার স্বাস্থ্যের অবনতি হওয়ার কারণে প্রবীণ অভিনেতাকে ভুবনেশ্বর থেকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে বিমানে করে নিয়ে যাওয়া হয়েছে। বিমানে অভিনেতার সঙ্গে তাঁর স্ত্রী তথা প্রখ্যাত অভিনেত্রী অপরাজিতা মোহান্তি এবং তাঁদের ছেলে অভিনেতা বাবুশান ছিলেন। তাঁর অবস্থা এখনও সঙ্কটজনক। অভিনেতার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন, উন্নত চিকিৎসার জন্যে দিল্লির হাসপাতালে ভর্তি করানো হয়েছে অভিনেতাকে। সেখানে তিনি চিকিৎসকদের বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন। ৬৬ বছর বয়সী অভিনেতাকে তিনদিন আগে ভুবনেশ্বরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। এমনকী সেখানে তাঁকে ভেন্টিলেটশনেও রাখা হয়েছিল, কিন্তু সেখানে অভিনেতার স্বাস্থ্যের আরও অবনতির কারণে দিল্লিতে স্থানান্তরিত করতে বাধ্য হন পরিবারের সদস্যরা। উত্তম মোহান্তির ছেলে বাবুশান বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তম মোহান্তি কে?

উত্তম মোহান্তি ওড়িয়া চলচ্চিত্র জগতের অন্যতম বড় এবং সম্মানিত নাম। তিনি ১৯৭৭ সালে ‘অভিমান’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। তারপরে তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তিন দশক ধরে অলিউডের অন্যতম সেরা তারকা ছিলেন তিনি। তবে ১৯৮০ সাল ছিল তাঁর কেরিয়ারের শীর্ষে। তিনি তাঁর কেরিয়ারে প্রায় ১৩৫টিরও বেশি ওড়িয়া ছবিতে অভিনয় করেছেন। শুধু ওড়িয়া ছবিতেই নয়, মোহান্তি ৩০টি বাংলা ছবিতেও অভিনয় করেছেন। এছাড়াও, তিনি ১৯৯১ সালের হিন্দি ছবি, নয়া জেহের-তেও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। জানা যায়, মোহান্তি তাঁর আসন্ন ছবি “বউ বুটু ভুটা”-এর শুটিং করছিলেন, তখনই তাঁর স্বাস্থ্যের অবনতি ঘটে। এই মূহুর্তে ওড়িয়া চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন উল্লেখযোগ্য ব্যক্তি মোহান্তির দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রবীণ অভিনেতাকে দিল্লিতে বিমানে করে নিয়ে যাওয়ার আগে, অভিনেতা রবি মিশ্র, ববি মিশ্র, এবং প্রযোজক স্মিতা পট্টনায়ক এবং টুটু নায়ক হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঈদের পার্টিতে কোমর দুলবে ‘সিকান্দর নাচ্চে’-এর তালে, প্রকাশ্যে সলমান-রশ্মিকার নতুন গান

অওরঙ্গজেবের বিরুদ্ধে মানুষের মনে ক্ষোভের আগুন জ্বালিয়েছে ‘ছাভা’, বিধানসভায় জানালেন ফড়নবিশ

‘বিয়ের এক মাসের মধ্যেই আলাদা হয়ে গিয়েছি’, আদালতে বিস্ফোরক দাবি রান্যার স্বামীর

কীভাবে দিলীপ কুমার থেকে এ আর রহমান হয়ে উঠলেন অস্কারজয়ী সুরকার, জানুন….

‘আমি এমনই সঙ্গী চেয়েছিলাম……’, আমিরের প্রেমে পড়ার কারণ জানালেন গৌরী

বৈষ্ণোদেবী মন্দিরের পাশে হোটেলে মদ্যপান করে বিপাকে সমাজপ্রভাবী ওরি

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর