নিজস্ব প্রতিনিধি: এ কী কাণ্ড, ইমরানের চারিত্রিক বৈশিষ্ট্য সলমানের কাছে গেল কী করে, খোলা পাবলিক প্লেসে ইমরানকে একেবারে জাপটে ধরে চুমু খেয়ে বসলেন সলমান। হ্যাঁ, গতকাল এমন ঘটনার সাক্ষী থাকলেও গোটা মুম্বই। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ব্লকবাস্টার পাঠানে যেমন শাহরুখের পাশাপাশি অন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ছিলেন জন আব্রাহাম। খলনায়কের চরিত্রে তিনিও কম সুখ্যাতি পাননি। তেমনি ১২ নভেম্বর মুক্তিপ্রাপ্ত ‘টাইগার ৩’-এর সলমনের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইমরান হাশমি। রোমান্টিক হিরো থেকে একেবারে খলনায়কের চরিত্রে তাঁর অভিনয় নিয়েও কম চর্চা হয়নি।
দর্শক ও সভালোচক উভয় ক্ষেত্রেই তিনি প্রশংসিত হয়েছেন। ছবিটি ইতিমধ্যেই ৩০০ কোটির ক্লাবে প্রবেশ করে ফেলেছে। আর ছবির বাম্পার সাফল্যের পর গতকাল রাতে নির্মাতারা মুম্বাইতে একটি ফ্যান ইভেন্টের আয়োজন করেছিলেন। যেখানে উপস্থিত ছিলেন সলমান, ক্যাটরিনা এবং চলচ্চিত্রের বিরোধী, ইমরান হাশমি। সাফল্যের ইভেন্টে, ছবির ত্রয়ী ফিল্মের বিভিন্ন উপাখ্যান ভাগ করে নিয়েছিলেন। এবং তিনজনেই ছবির সুপারহিট গানে নেচেছেন। এদিন সলমান-ক্যাটরিনার জূটিকে একসঙ্গে পেয়ে একেবারে দিলখুশ হয়ে যায় ভক্তদের। সেই ভিডিওগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইভেন্টের একসময় যখন তিনজন চলচ্চিত্রে ভালোবাসার জন্য দর্শকদের ধন্যবাদ জানাচ্ছিলেন, তখন একটি মুহূর্ত নিমেষেই সবার দৃষ্টি আকর্ষণ করে নেয়। ভিডিওগুলির একটিতে সালমান খান ছবিতে রোমান্স সম্পর্কে বলেন, “ছবিতে ক্যাটরিনা আছে, সুতরাং একটু রোমান্স তো থাকবেই।” এরপর তিনি ইমরানের দিকে তাকিয়ে বলেন, “যদি ইমরানের ভিলেনের ভূমিকা না থাকতো, তাহলে তো ছবিতে কিসিং দৃশ্য তাকতই।” এর পরেই, তিনি ইমরানের কাছে গিয়ে তাঁকে জাপটে ধরে চুম্বনের চেষ্টা করেন, যা দেখে হাসিতে কুপোকাত উপস্থিত সকলে।
এরপর তিনি বলেন, “আমি কখনই পর্দায় চুমু খাইনি কিন্তু মনে হয় তিনি পর্দায় চুমু খাওয়ার অভ্যাস হারাচ্ছেন।” এদিন সালমান এবং ক্যাটরিনার আরও একটি ভিডিও অনলাইনে প্রকাশিত হয়েছে যেখানে দুজনকে ‘লেকে প্রভু কা নাম’ সিনেমার পেপি ট্র্যাকে নেচেছেন। ‘টাইগার 3’ YRF স্পাই ইউনিভার্সে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ এবং ‘পাঠান’ অনুসরণ করে। ছবিটিতে সালমান খান এবং ক্যাটরিনা কাইফকে যথাক্রমে অবিনাশ এবং জোয়া চরিত্রে তাদের ভূমিকা পুনরায় দেখাতে দেখা যায়। মনীশ শর্মা পরিচালিত, ‘টাইগার 3’ প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। ছবিতে ক্যামিও করেছেন শাহরুখ খান ও হৃতিক রোশন।