এই মুহূর্তে




‘গৌরী চায় না আমি মেয়েদের জড়িয়ে ধরি’, যে কারণে প্রথমদিকে ছবির প্রস্তাব ফেরাতেন শাহরুখ..

নিজস্ব প্রতিনিধি: সে কিং অফ কিং, এক কথায় বাদশা, বলিউডের শেষ সুপারস্টার, রোমান্টিক কিং, গোটা দেশের ইমোশন, সেই কিং খানের আজ জন্মদিন। ৬০-এর জন্মদিন তাঁর। নব্বইয়ের দশকের ছেলে-মেয়েদের ছোটবেলা আজ থেকে প্রবীণের দলে। তবে তিনি ৬০ হোক বা ১০০, গোটা দেশবাসীর কাছে চিরসবুজ ই থাকবেন। যদিও গত দুবছর ধরে সংস্করণের কাজ চলার কারণে মন্নতে শাহরুখের দেখা পাওয়া যায়নি। তবে দেশের কোনে কোনে থেকে অভিনেতার ভক্তরা মন্নতের বাইরে সেলিব্রেশন করে গিয়েছেন। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। গতকাল গভীর রাতে হাজার হাজার ভক্তের মেলা বসেছিল শাহরুখের বান্দ্রার বাড়ির সামনে। কেক কেটে অভিনেতার জন্মদিন সেলিব্রেশন করেছেন তাঁরা। তবে শোনা গিয়েছে, এ বছর শাহরুখ খান তাঁর আলিবাগের বাংলোতে ৬০ তম জন্মদিনের সেলিব্রেশন করবেন। যেখানে তাঁর ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। ফুটপাথ থেকে আজ বিশ্বের যে উচ্চতায় তিনি পৌঁছে গিয়েছেন, এমন সফলতা হয়তো বলিউডের খুব কম তারকা পেয়েছেন। শাহরুখ খান, এমন একজন অভিনেতা, যিনি সম্পূর্ণ নিজের শক্তিতে সাম্রাজ্য তৈরি করেছেন। যার ফলে আজ শুধু দেশ নয়, গোটা বিশ্বজুড়ে তাঁর ফ্যান ফলোয়ার।

আজ সকাল থেকেই অভিনেতার ভক্তরা নানা জায়গা থেকে তাঁর জন্মদিনের সেলিব্রেশন করছেন। পাশাপাশি অভিনেতার সহকর্মীরাও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। প্রতি বছর মুম্বইয়ে ভিড় জমান লক্ষ লক্ষ উঠতি তারকাদের একজন অনুপ্রেরণা শাহরুখ খান। তবে শাহরুখ খানের প্রাথমিক জীবন খুবই দুঃখজনক ছিল। খুব ছোট বয়সে তিনি বাবাকে হারিয়েছেন। অভিনেতা-প্রযোজক বিবেক ভাসওয়ানি শাহরুখ খানকে তাঁর প্রথম দিনগুলিতে খুব কাছ থেকে দেখেছিলেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে, বিবেক ভাসওয়ানি সেই সময়ের কথা উল্লেখ করে বলেছেন, প্রাথমিক জীবনে শাহরুখ খান আর্থিক সংকট এবং ব্যক্তিগত আঘাতের সঙ্গে লড়াই করছিলেন। কারণ তাকে তাঁর মা এবং বোন শেহনাজ লালারুখের দেখাশোনা করতে হত। এমনকী প্রেমিকা, বর্তমান স্ত্রী গৌরী খানের ভয়ে অনেক ছবির প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন কিং খান। কারণ তিনি ভেবেছিলেন, সিনেমায় অভিনয় করলেই অন্য মেয়েদের জড়িয়ে ধরতে হবে, তা হয়তো একেবারেই পছন্দ করবেন না গৌরী। তাই অভাব থাকতেও অনেক ছবির প্রস্তাব ছেড়ে দিয়েছিলেন শাহরুখ খান। তিনি নিজের ভালোবাসার প্রতি এতটাই অনুগত ছিলেন। এরপর পরিচালক আরও বলেন, ‘একবার শাহরুখ আমার বাড়িতে এসেছিল। কিন্তু নিরামিষ খাবার পছন্দ করত না সে, তাই আমরা আমিষ খেতে বাইরে বেরিয়েছিলাম। প্রথম ২০ মিনিট, সে চুপচাপ শুধু খেয়েই গিয়েছিল। কেননা প্রায় দুই দিন ধরে সে ঠিকমতো খায়নি। কথা শেষ করার পর, সে আমার দিকে তাকিয়ে বলল, ‘তুমি কি জানো, বিবেক? আমার মা মৃত্যুশয্যায়? আমি হতবাক হয়ে গেলাম এবং কীভাবে প্রতিক্রিয়া জানাব বুঝতে পারছিলাম না। তারপর সে তার বোন এবং গৌরী সম্পর্কে কথা বলেন। কিন্তু বেশি কথা না বলেই শাহরুখ চলে যান।’

বিবেক ভাসওয়ানি ছিলেন সেই প্রযোজকদের মধ্যে একজন যিনি শাহরুখ খানকে তার প্রথম দিকের হিট ছবিগুলির মধ্যে একটি ‘রাজু বান গয়া জেন্টলম্যান’ উপহার দিয়েছিলেন। সেই সময়ে, শাহরুখ বিবেককে তার ঘনিষ্ঠ বন্ধু রমনের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে ছিলেন, যিনি দিল্লি থেকে মুম্বই ভ্রমণকারী পাইলট ছিলেন। তাজমহল থেকে খাবার খেতে পাওয়ার জন্য শাহরুখ উত্তেজিত ছিলেন। এরপর শাহরুখ বিবেকের সঙ্গে তাঁর বাড়িতে ফিরে চলে আসেন। তাঁর পোশাক পোশাক তিন দিন অবস্থান থেকেছিলেন। এরপর শাহরুখ যখন দিল্লিতে পৌঁছান, তখন তার মায়ের অবস্থা আরও খারাপ হয়ে যায়। তিনি বিবেককে ফোন করে বলেন যে তার ওষুধের প্রয়োজন। এরপর বিবেক তাঁর বাবার কাছ থেকে টাকা ধার করে শাহরুখকে ওষুধ কিনে বিমানবন্দরে রমনের মাধ্যমে শাহরুখের কাছে পাঠিয়েছিলেন। সেই সময় শাহরুখের মা মৃত্যুশয্যায়, হাসপাতালে ভর্তি। প্রেমিকা গৌরী রয়েছেন তাঁর সঙ্গে। সেই সময় প্রযোজক বিক্রম মালহোত্রা শাহরুখের কাছে একটি ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। তখনই অভিনেতা সেই সিনেমার প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন। কারণ হিসেবে শাহরুখ বলেছিলেন, গৌরী অন্য অভিনেত্রী দের জড়িয়ে ধরতে পছন্দ করবেন না। তাই তিনি টেলিভিশনে কাজ করেই খুশি। তবুও, বিক্রম জোর দিয়েছিলেন। এবং শাহরুখকে রাজি করিয়ে ছিলেন। এরপর তিন দিনের শুটিংয়ের জন্য সিমলা যান। বিবেকও তাঁর সঙ্গে গিয়েছিলেন। শুটিং শেষে দিল্লিতে ফিরে আসেন। শাহরুখ তাঁকে বিমানবন্দরে নামিয়ে বাড়ি চলে যান। এর কয়েকদিন পরেই, অভিনেতার মা মারা যান। অনেকেই জানেন না, বড় পর্দায় অভিষেকের আগে, শাহরুখ জনপ্রিয় টেলিভিশন শো এবং টেলিফিল্মে অভিনয় করেছিলেন – ফৌজি, উমিদ, আহমাক, ওয়াগল কি দুনিয়া, সার্কাস।সাম্প্রতিক সময়ে, তাকে শেষ দেখা গিয়েছিল ২০২৩ সালে রাজকুমার হিরানি পরিচালিত ‘ডাঙ্কি’ ছবিতে। তবে আজ অভিনেতার পরবর্তী ছবি ‘কিং’-এর পোস্টার ঘোষণা হতে পারে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘২০২৬-এ স্বাস্থ্য নিয়ে বড় সমস্যায় পড়বেন সলমন’, দুই খানকে নিয়ে জ্যোতিষীর ভবিষ্যদ্বাণী

বিপাকে পরিচালক এসএস রাজামৌলি, ধর্মীয় ভাবাবেগে আঘাতে অভিযোগে দায়ের এফআইআর

অ্যানিমালের বাবা! ধুরন্ধরের ট্রেলারে মুগ্ধ নেটিজেনরা

মুম্বইয়ে তারকাখচিত অনুষ্ঠানে বাবা-মায়ের ৬১তম বিবাহবার্ষিকী উদযাপন ভাইজানের

ধনুশের ম্যানেজারের বিরুদ্ধে কাস্টিং কাউচের অভিযোগ আনলেন তামিল অভিনেত্রী মান্যা আনন্দ

”এই জন্ম থেকে…”, জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট স্ত্রী গরিমার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ