এই মুহূর্তে




গুলিবিদ্ধ গোবিন্দা, ঘটনার সময় কোথায় ছিলেন স্ত্রী সুনীতা, উঠছে একাধিক প্রশ্ন




নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার সকাল সকাল প্রখ্যাত অভিনেতা গোবিন্দাকে নিয়ে শোরগোল ভক্তমহলে। আচমকা খবর আসে অভিনেতা নিজেকে নিজে গুলি চালিয়ে দিয়েছেন। যদিও তাঁর বন্দুকটা লাইসেন্সপ্রাপ্ত। তবে পুরো ঘটনাই অতর্কিতে। জানা গিয়েছে, আজ ভোরে কলকাতা আসার জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন অভিনেতি। আর তখনই তিনি তাঁর লাইসেন্সপ্রাপ্ত রিভলভারটি পরিষ্কার করে আলমারিতে ঢোকানোর জন্যে প্রস্তুতি নিচ্ছিলেন। আর সেই সময়ই আচমকাই অভিনেতার পায়ে গুলি লাগে। তৎক্ষণাৎ তাঁকে হাসপাতালে ক্রিটিকাল কেয়ারে ভর্তি করানো হয়। এবং অভিনেতার পা থেকে গুলি বের করা হয়। এখন তিনি স্থিতিশীল। অভিনেতার এই ঘটনা শোনা মাত্রই তাঁর কন্যা টিনা আহুজা ছুটে যায় হাসপাতালে। এমনকী তাঁর ভাগ্নে ক্রুষ্ণা অভিষেকের স্ত্রী কাশ্মীরাও হাসপাতালে তাঁর মামা শ্বশুরকে দেখতে যান। কিন্তু অভিনেতার স্ত্রী সুনীতা আহুজাকে কোথাও দেখা যায়নি। জানা যায়, অভিনেতার স্ত্রী মুম্বইতে নেই, তিনি কলকাতায় ছিলেন।

ঘটনা শোনা মাত্রই মুম্বইতে ছুটে গিয়েছেন। সত্যিই কি তাই? তবে অভিনেতা তার জুহুর বাড়ির কাছে ক্রিটিকেয়ার হাসপাতালে ভর্তি। তার হাঁটুর নীচে একটি ক্ষত হয়েছে। এক ঘণ্টার অস্ত্রোপচারের পর বুলেটটি বের করা হলেও গোবিন্দাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে। গোবিন্দার মেয়ে টিনা বর্তমানে হাসপাতালে তার দেখাশোনা করছেন। জানা গিয়েছে, গোবিন্দা কলকাতার ফ্লাইট ধরতে মঙ্গলবার ভোররাতে তার বাসভবন থেকে বের হতে চলেছেন। কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল তার। তার স্ত্রী সুনীতা আগেই কলকাতায় চলে গেছেন। ঘটনার সময় গোবিন্দ ঘরে একাই ছিলেন। বাড়ির অন্য সদস্যরা বাড়িতে ছিলেন না। বাড়িতে কেবল একজন দেহরক্ষী ছিলেন যিনি ঘটনার সময় গাড়ির কাছে নীচে ছিলেন। তখনই ঘটনাটি ঘটেছে। তবে অপারেশন হয়ে যাওয়ার পর হাসপাতাল থেকে একটি অডিও বার্তায চিকিৎসা কর্মীদের এবং তার ভক্তদের প্রার্থনার জন্য ধন্যবাদ জানান গোবিন্দা। বার্তায় তিনি আরও জানান যে বুলেটটি সফলভাবে বের করা হয়েছে এবং তিনি এখন স্থিতিশীল। গোবিন্দার অস্ত্রোপচারকারী রমেশ আগরওয়াল বলেছেন, বুলেটটি সরানো হয়েছে এবং গোবিন্দার অবস্থা স্থিতিশীল। অভিনেতাকে তিন থেকে চার দিনের মধ্যে ছেড়ে দেওয়া হবে, তবে প্রায় এক মাস বিশ্রামের প্রয়োজন।

গোবিন্দার ভাগ্নে বিনয় আনন্দ বলেছেন, “সারা বিশ্বের ভক্তদের আশীর্বাদ তাঁর সঙ্গে রয়েছে। তিনি মারা যেতে পারতেন, কিন্তু তিনি এখন ভালো আছেন। তিনি হাসছেন।” মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবসেনা নেতা গোবিন্দাকে ফোনে কল করেছিলেন, তার খবর জেনেছেন। তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে গোবিন্দার সঙ্গে তার স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে জেনেছি। আমাদের রাজ্যের সরকার এবং জনগণের পক্ষ থেকে, আমি তার দ্রুত এবং সম্পূর্ণ পুনরুদ্ধার কামনা করছি। আমি গোবিন্দাকে আশ্বস্ত করেছি যে তিনি এবং তার পরিবার এই চ্যালেঞ্জিং সময়ে প্রয়োজনীয় সমস্ত সহায়তা পাবেন। আমাদের চিন্তাভাবনা এবং প্রার্থনা তার এবং তার প্রিয়জনদের সঙ্গে রয়েছে।” একটি, প্রতিবেদনে বলা হয়েছিল যে গোবিন্দা পুলিশে অভিযোগ দায়ের করেননি এখনও। তবে পুলিশ তার অস্ত্র বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে। হাসপাতালে নিরাপত্তা জোরদার করা হয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

পুজো মানেই ছোট্ট টিপ, হালকা লিপস্টিক আর শাড়ি: মধুমিতা সরকার

৫৮ বছরেও ব্যাচেলর, এবার সলমানের বিয়ের দায়িত্ব নিলেন ধর্মগুরু অনিরুদ্ধাচার্য

২০ কেজি ওজনের লেহেঙ্গা পরে র‌্যাম্পে হাঁটতে গিয়ে বেসামাল শ্রদ্ধা

বাবার স্মৃতি আগলেই অভিনয়ে পা রাখতে চলেছেন অভিষেক-কন্যা ‘ডল’

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার, নৃত্যশিল্পীর জাতীয় পুরস্কার স্থগিত

মন ভাল নেই, জাঁকজমকভাবে হচ্ছে না বাড়ির পুজো, হঠাৎ কী হল সুদীপার?

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর