এই মুহূর্তে




থাকছেন ‘শোলে’ পরিচালক, ৩১ তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউডের অতিথি আর কারা?

নিজস্ব প্রতিনিধি: আর দিন কয়েক বাদেই আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব। আলোয় আলোয় ভরে উঠবে কলকাতার রবীন্দ্রসদন নন্দন চত্বর। দেশ-বিদেশ থেকে বিভিন্ন ছোট-বড় চলচ্চিত্র আসবে নন্দন-সহ কলকাতার একাধিক প্রেক্ষাগৃহে। আর তা কম খরচে দেখতে নন্দন চত্বরে ভিড় জমাবেন সিনেমাপ্রেমীরা। মোট কথা, আগামী ৬ নভেম্বর থেকে নন্দন চত্বর গমগম করবে। তবে প্রতিবছরই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়ে রাজ্য সরকারের বিশেষ ভাবনা থাকে। দেশ-বিদেশ থেকে নানা চলচ্চিত্র তারকারা বাংলার মাটিতে পা রাখেন। পাশাপাশি বলিউড তারকারাও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সামিল হন।

গত কয়েক বছরে কলকাতার চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে শাহরুখ খান, জয়া বচ্চন, অমিতাভ বচ্চন, সলমান খান-সহ একাধিক বলিউড তারকা মঞ্চের শোভা বাড়িয়েছিলেন। আবার কখনও গোটা বচ্চন পরিবারকেও দেখা গিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে রানি মুখোপাধ্যায়, সলমান খান একসঙ্গেও এসেছিলেন। এছাড়াও শাহরুখ খান কে বাংলা ছেলে বলেই মনে করেন মুখ্যমন্ত্রী। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে তিনিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শোভা বাড়িয়েছিলেন কয়েক বছর। এমনকী প্রতি বছর বাদশার জন্যে অপেক্ষা করেন তিলোত্তমা বাসীরা। কিন্তু কয়েক বছর ধরে দর্শকদের সেই অভ্যাসে অনেকটাই ছেদ পড়েছে। এ বছরেও তিনি চলচ্চিত্র উৎসবে থাকবেন না। পাশাপাশি দেখা মিলবে না বচ্চন পরিবারেরও। তাহলে বলিউডের কেউই এ বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন না? হ্যাঁ থাকবেন।

এ বছর বলিউডের মাইলফলক অর্জনকারী চলচ্চিত্র ‘শোলে’র পরিচালক রমেশ সিপ্পি থাকবেন KIFF-এর মঞ্চে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও থাকবেন, শত্রুঘ্ন সিন্‌হা, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুজয় ঘোষ, আরতি মুখোপাধ্যায়। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ নৃত্য পরিবেশন করবেন ডোনা গঙ্গোপাধ্যায়। উল্লেখ্য, এ বছর ৩১তম কলকাতা চলচ্চিত্র উৎসবে উদ্বোধনী ছবি হিসাবে প্রদর্শিত হবে উত্তম-সুচিত্রার ‘সপ্তপদী’। এই বছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯টি দেশ থেকে বাছাই করা ২১৫টি ছবি দেখানো হবে। যার মধ্যে থাকবে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। এছাড়াও ১৮টি ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে এ বছর চলচ্চিত্র উৎসবে। প্রদর্শিত হবে কোঙ্কনি, বোরো, তুলু, সাঁওতালি-সহ নানা উপভাষার ছবিও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রক্তদান শিবিরের গেট তৈরি করাকে কেন্দ্র করে ভাঙড়ে আইএসএফ – তৃণমূল সংঘর্ষ

অভিষেকের অনশন প্রত্যাহারের বার্তা নিয়ে ঠাকুরনগরে হাজির রাজ্যের দুই মন্ত্রী

খড়দহে মজুত বিপুল পরিমাণ বারুদ বিস্ফোরণে উড়ে গেল বাড়ির চাল

জীবনযুদ্ধে জয়ী শিশুকন্যার পাশে জঙ্গলমহলের মানবিক পুলিশ

খড়দার তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের প্রশ্ন, পুলিশ কী সমাজ বিরোধীদের দালাল!

বোলপুরে মানসিক অতিরিক্ত চাপে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি BLO

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ