এই মুহূর্তে




‘কেন আমার পিছু নিচ্ছেন?’, প্রকাশ্যেই মুম্বই পাপারাৎজিদের ধমকালেন আমির প্রেমিকা, কেন?

নিজস্ব প্রতিনিধি: মাঝে মধ্যেই মুম্বই পাপারাৎজিদের উপর মেজাজ হারিয়ে বসেন বলিউড তারকারা। কেননা সবসময়ই তাঁদের পিছু পিছু লেগে থাকেন তাঁরা। পাছে তাঁদের কোনও আপডেট যাতে মিস না হয়। কিন্তু নিজেদের স্বার্থসিদ্ধির জন্যে অজান্তেই তারকাদের চটিয়ে দেন পাপারাৎজিরা। এবার মুম্বই পাপারাৎজিদের খপ্পরে পড়লেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের প্রেমিকা গৌরি স্প্র্যাট। সুপারস্টারের প্রেমিকা বলে কথা, লোকজন তাঁর খবরাখবর জানতে চাইবে সেটাই স্বাভাবিক। সেই খবরাখবর লোকজনের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বৃহস্পতিবার (৩০ অক্টোবর) গৌরির পিছু নিয়েছিল কয়েকজন পাপারাৎজি, তা দেখেই মেজাজ হারালেন গৌরী। জোর ধমক দিলেন। কয়েকজনকে। আসলে আ বান্দ্রায় কিছু কাজের জন্য বেরিয়েছিলেন গৌরী, তখনই পাপারাৎজিদের ক্যামেরা তাকে ঘিরে ফেলে, যা তার অসন্তুষ্টির কারণ হয়ে দাঁড়ায়।

ইনস্টাগ্রামে এক পাপারাজ্জি পেইজ থেকে ভিডিওটি ভাইরাল হয়েছে। যেখানে গৌরিকে স্পষ্টতই বিরক্ত দেখা গিয়েছে। এবং তাঁকে কিছু ফটোগ্রাফারদের পিছু হটতে অনুরোধ করতে দেখা গিয়েছে। গাড়ি থেকে নামার পর ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় যে, “আপনারা আমাকে অনুসরণ করছেন কেন? আমাকে একা ছেড়ে দিন।” তবে এটিই প্রথমবার নয় যে গৌরী ক্যামেরা এড়িয়ে গিয়েছেন। এর আগেও তাঁকে ফটোগ্রাফারদের জন্য পোজ দিতে অস্বীকৃতি জানাতে দেখা গিয়েছে। অথচ আমির খানের সঙ্গে থাকলে তিনি ফটো তুলতে অস্বীকার করেন না। কয়েক মাস আগে ‘সিতারে জমিন পার’-এর বিশেষ স্ক্রিনিংয়ের সময় আমির খানের সঙ্গে তিনি পোজ দিয়েছিলেন। যদিও আমির তার ব্যক্তিগত জীবন সর্বদা স্পটলাইট থেকে দূরে রাখেন। তবে গৌরীর সঙ্গে তাঁর রসায়ন প্রায়শই মনোযোগ আকর্ষণ করে।

 

 

View this post on Instagram

 

A post shared by LaxmiKant Rai (@laxmikantbabloo)

গত মার্চ মাসে ৬০তম জন্মদিনে আমির গৌরীর সঙ্গে তাঁর সম্পর্কে শিলমোহর দেন। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর গৌরীকেই এখন তিনি মন দিয়েছেন। যিনি তাঁর কলেজ জীবনের বান্ধবী ছিলেন। কিন্তু বহু বছর তাদের কোনও যোগাযোগ ছিল না। গৌরীর একটি মেয়ে রয়েছে, তিনিও বিবাহবিচ্ছিন্না। কয়েক মাস আগে, আমির একটি সংবাদমাধ্যমকে বলেছিলেন যে, “আমি ইতিমধ্যেই মনে মনে গৌরীকে বিয়ে করে নিয়েছি। গৌরী এবং আমি একে অপরের প্রতি সত্যিই গুরুতর এবং আমরা খুব প্রতিশ্রুতিবদ্ধ স্থানে আছি। এবং আমরা অংশীদার। আমরা একসঙ্গে আছি। আমি ইতিমধ্যেই তার সঙ্গে বিবাহিত। তাই আমরা এটিকে আনুষ্ঠানিকভাবে রূপ দেব কিনা তা আমিই সিদ্ধান্ত নেব।” ৬০ বছর বয়সী আমির এবং ৪৬ বছর বয়সী গৌরী, তাদের বয়সের ১৪ বছরের ব্যবধান। গৌরীকে ডেট করার আগে, আমির ২০০৫ থেকে ২০২১ সাল পর্যন্ত চলচ্চিত্র নির্মাতা কিরণ রাওয়ের সঙ্গে বিবাহিত ছিলেন। এই জুটি ১৬ বছর বিবাহিত থাকার পর ২০২১ সালে তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। আমির প্রথম বিবাহিত জীবন ছিল ১৯৮৬ থেকে ২০০২ সাল পর্যন্ত, রীনা দত্তের সঙ্গে। এই দম্পতির দুটি সন্তান রয়েছে, জুনাইদ খান এবং ইরা খান। ২০০২ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফর্মে ফিরল ‘পরশুরাম’, টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’-র, শীর্ষাসন দখলে কার?

বিরাট পদক্ষেপ! দুবাইয়ে ‘আল্ট্রা-লাক্সারি’ প্রাইভেট আইল্যান্ড তৈরি করতে চলেছেন রণবীর-আলিয়া

‘আপনাদের লজ্জা নেই?’ ধর্মেন্দ্রর জুহুর বাড়ির সামনে পাপারাজ্জিদের ভিড় দেখে চটলেন সানি দেওল

জনসমক্ষে রশ্মিকার হাতে আদরের চুম্বন, তবে কী সম্পর্কে সিলমোহর দিয়েই দিলেন বিজয়?

অনলাইন বেটিং অ্যাপের সঙ্গে যোগ, সিআইডির জেরার মুখে প্রকাশ রাজ

‘যব মেট জয়-বীরু’, একাই গাড়ি চালিয়ে বন্ধু ধর্মেন্দ্রকে দেখতে গেলেন অমিতাভ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ