24ºc, Haze
Thursday, 23rd March, 2023 3:02 am
নিজস্ব প্রতিনিধি, দোহা: চার বছর আগে অল্পের জন্য হাতছাড়া হয়েছিল বিশ্বকাপ। ফ্রান্সের কাছে হেরে বিশ্বসেরা হওয়ার স্বপ্ন অধরাই থেকে গিয়েছিল লুকা মদ্রিচদের। অতীতকে ভুলে নতুন করে লড়াই শুরু করার শপথ নিয়েছিলেন। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর কাছে আটকে গেল রাশিয়া বিশ্বকাপের রানার্স দল। ৬৫ শতাংশ বল দখলে রেখেও কাঙ্খিত গোল পেল না লুকা মদ্রিচের দল।
এদিন আল বাইত স্টেডিয়ামে ‘এফ’ গ্রুপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ক্রোয়েশিয়া ও মরক্কা। প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপিয়েছিল দুই দলের ফুটবলাররা। কেউ কাউকে এক ইঞ্চি জমি বিনা যুদ্ধে ছাড়েনি। মূলত রক্ষণকে দুর্ভেদ্য রেখে মাঝ মাঠ দিয়েই আক্রমণের চেষ্টা চালিয়েছিলেন। বল দখলে রাখার লড়াইয়ে মরক্কোকে টেক্কা দিয়েছে ক্রোয়েশিয়া। প্রথমার্ধের ইনজুরি সময়ে এগিয়ে যাওয়ার সুবর্ণসুযোগ এসেছিল গতবারের রানার্স দলের কাছে। ক্রোয়েশিয়া অধিনায়ক লুকা মদ্রিচদের বাড়ানো বলে ডি বক্স থেকে গোল লক্ষ্য করে দুর্দান্ত শট নিয়েছিলেন নিকোলা ভ্লাসিচ। কিন্তু সেই শট ঠেকিয়ে দলের পতন রক্ষা করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।
প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরু থেকেই তিন পয়েন্টের জন্য ঝাঁপিয়ে পড়েন ক্রোয়েশিয়ার ফুটবলাররা। হাকিম জিয়েশ–আশরাফ হাকিমিরা ক্রোয়াট খেলোয়াড়দের চোখে চোখ রেখে খেলতে শুরু করে। দুর্দান্ত প্রেসিংয়ে ক্রোয়েশিয়াকে রীতিমতো কাঁপিয়ে দিতে শুরু করে আফ্রিকার দেশটি। ৫১ মিনিটে সোফিয়া বুফালের দূরপাল্লার শট রুখে দেন দেয়ান লোভরেন। মরক্কোর খেলোয়াড়রা পেনাল্টির আবেদন জানান। তাতে সাড়া দেননি রেফারি। কর্নার থেকে গোলের সুযোগ পেলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনোনোর দারুণ প্রচেষ্টায় বঞ্চিত হতে হয় ক্রোয়েশিয়াকে। ৬৪ মিনিটে ফ্রি কিক থেকে জিয়েশের বুলেট গতির শট কোনও রকমে ফেরান লিভাকোভিচ।