17ºc, Mist
Thursday, 2nd February, 2023 4:47 am
আন্তর্জাতিক ডেস্ক: তিন গোলে এগিয়ে রইল ফ্রান্স। প্রথমার্ধে দুই দলই গোল করার একাধিক সুযোগ পেয়েছিল। ফ্রান্স সেই সুযোগের মধ্যে একটি কাজে লাগাতে সফল হলেও পোল্যান্ড সুযোগ কাজে লাগাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। রবিবার ম্যাচ উভয় শিবিরের কাছে আত্মমর্যাদার লড়াই। তাই, ফ্রান্স এবং পোল্যান্ড বেশ বুঝে-শুনেই পা ফেলেছে। আত্মমর্যাদার ম্যাচে দুই দলই প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে। দুটি শিবির ৪০ বছর আগের স্মৃতি নিয়ে মাঠে নেমেছে। ১৯৮৪-র বিশ্বকাপে এই পোল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের দৌড় থেকে ফ্রান্স ছিটকে যায়। তাই, রবিবার ম্যাচ ফ্রান্সের কাছে আত্মমর্যাদার লড়াই হলেও পোল্যান্ডের কাছে রবিবার ম্যাচ ৪০ বছর আগের সেই ঘটনার পুনরাবৃত্তির সুযোগের ম্যাচ।
এদিকে, পোল্যান্ডের বিরুদ্ধে ফ্রান্স জয় পাবে বলে এমনই ভবিষ্যদ্বাণী আল জাজিরার রোবট কাশিফের। একই দিনে ইংল্যান্ড খেলবে সেনেগালের বিরুদ্ধে। সেই ম্যাচে ইংল্যান্ড জয়ী হবে বলে জানিয়ে দিল কাশিফ। কাশিফের গণনা অনুসারে, ফ্রান্সের জয়ের সম্ভাবনা ৭৪ শতাংশ।
আলজাজিরার প্রতিবেদন অনুসারে, এখনও পর্যন্ত যে কটি খেলা হয়েছে সেই সব খেলার ফলাফল কী হবে, তা আগেই জানিয়ে দিয়েছিল কাশিফ। তার গণনা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। অনেকেই বলছে, রবিবার ম্যাচে ফ্রান্সের জয়ের সম্ভাবনা প্রবল। আর কাশিফ যখন বলে দিয়েছে, ফ্রান্স জিতবে, তখন তাদের জয় কেউ রুখতে পারবে না।
আরও পড়ুন বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ফ্রান্সের এই ফুটবলার