-273ºc,
Tuesday, 30th May, 2023 1:27 pm
আন্তর্জাতিক ডেস্ক: গুরুত্বপূর্ণ ম্যাচে রোনাল্ডোকে বাদ দিয়ে স্কোয়াড তৈরি করেন কোচ ফের্নান্দো স্যান্তোষ। কেন এই পর্তুগিজ তারকাকে বাদ দেওয়া হয়েছে, তার কারণও ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন, মতবিরোধের জন্য ক্রিশ্চিয়ানোকে বাদ দেওয়া হয়েছে বলে যে খবর বাজারে ছড়িয়েছে সেটা ঠিক নয়। শুধুমাত্র কৌশলগত কারণে চূডা়ন্ত তালিকা থেকে বাদ রাখা হয়। এর সঙ্গে আর অন্য কোনও সম্পর্ক নেই। যদিও ম্যাচ শেষ হওয়ার ১৭ মিনিট আগে রোনাল্ডোকে মাঠে নামানো হয়।
কোচের এই সিদ্ধান্তে রোনাল্ডো কতটা বিরক্ত বা আদৌ সে রেগে রয়েছে কি না, তা এই খবর লেখা পর্যন্ত জানা যায়নি। তবে কোচের সিদ্ধান্তে তার বান্ধবী জর্জিয়ার মেজাজ খাপ্পা। তিনি ইন্সটাগ্রামে নিজের ক্ষোভের কথা উগড়ে দিয়েছেন। জর্জিয়া লিখেছেন, ‘একজন খেলোয়াড় না থাকায় ৯০ মিনিটের খেলা উপভোগই করতে পারলাম না। এর থেকে লজ্জা আর কী হতে পারে। ঈশ্বরের কাছে আমার প্রার্থনা, আশা করি ওনার সঙ্গে তোমার প্রিয় কোচ ফের্নান্দোর কথা হবে। পরবর্তী ম্যাচ আমরা সকলেই উপভোগ করতে পারব।‘ এই বার্তা থেকে স্পষ্ট হল পরবর্তী ম্যাচে জর্জিয়া রোনাল্ডোকে দেখতে চাইছেন। পর্তুগালের পরের খেলার মরক্কোর বিরুদ্ধে। খেলা শনিবার।
ক্লাব সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় পর্তুগাল। ম্যাচের ফলাফল ছিল ১-২। যদিও সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে তারা জয়ী হয়েছে। সেই ম্যাচে রোনাল্ডো না থাকায় মেজাজ গরম বান্ধবীর।
আরও পড়ুন হুইল চেয়ার নিয়েই ফুটবল মাঠে ক্ষুদে