24ºc, Haze
Saturday, 1st April, 2023 8:11 pm
নিজস্ব প্রতিনিধি, দোহা: হিজাব বিরোধী আন্দোলনের সমর্থনে প্রথম ম্যাচে জাতীয সঙ্গীতে গলা না মিলিয়ে হইচই ফেলে দিয়েছিলেন ইরানের ফুটবলারররা। নিজেদের দেশের সরকারের বিরুদ্ধেই ওই অভিনব প্রতিবাদ জানিয়েছিলেন তাঁরা। আর বুধবার সমকামী আন্দোলনের সমর্থনে জাপানের বিরুদ্ধে ম্যাচের আগে গ্রুপ ফটো তোলার সময় হাত দিয়ে মুখ চেপে ধরে দাঁড়ান ম্যুলার-কিমিচরা। নিষেধাজ্ঞার ভয়ে যে মুখ খুলতে পারছেন না, এভাবেই বুঝিয়ে দিলেন তাঁরা। জার্মান ফুটবলারদের এমন আচরণে যথেষ্টই ক্ষুব্ধ ফিফা কর্তারা।
মুসলিম প্রধান দেশ হওয়ার কারণে কাতারে সমকামী সম্পর্ক এবং প্রচার পুরোপুরি নিষিদ্ধ। তাই সমকামীদের বিশ্বকাপ দেখার অনুমতি দেয়নি কাতার প্রশাসন। আয়োজক দেশের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। কাতারের ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে ‘ওয়ানলাভ আর্মব্যান্ড’ পরে মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছিল ইউরোপের নয়টি দেশ। ওই সিদ্ধান্ত জানতে পেরে কড়া অবস্থান নেয় ফিফা। স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ‘ওয়ানলাভ আর্মব্যান্ড’ পরে মাঠে নামলে হলুদ কার্ড পাবেন অধিনায়ক।
ফিফার কড়া অবস্থানেই সমকামী আন্দোলনের সমর্থনে ওয়ানলাভ আর্মব্যান্ড পরার সিদ্ধান্ত থেকে পিছু হঠে ইউরোপের নয়টি দেশ। কিন্তু বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থাকে বিঁধে ইউরোপের সাতটি দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, ‘ফিফার সিদ্ধান্তে আমরা খুবই হতাশ।’ বাকি দলগুলি ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে তেমন সরব না হলেও এদিন নিজেদের প্রথম ম্যাচে আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অভিনব প্রতিবাদের পথে হাঁটলেন মুলার, নয়্যাররা।