17ºc, Mist
Thursday, 2nd February, 2023 4:33 am
আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিধর আমেরিকাকে পরাজিত করে কোয়ার্টারে নেদারল্যান্ডস।ম্যাচের ফলাফল ৩-১। আমেরিকাকে পরাজিত করার আনন্দে উল্লাসে মেতে উঠলেন কোচ ভ্যান গাল। হাতে থাকা দামি মোবাইল নিয়ে তিনি আনন্দ মেতে উঠলেন। নেদারল্যান্ডস প্রথম দল, যারা শেষ আটে পৌঁছে গেল। রেফারি ম্যাচ শেষের বাঁশি বাজাতেই কোচ ভ্যান গাল উল্লাসে মেতে ওঠেন। ম্যাচের পর ডাকা হয়েছিল সাংবাদিক সম্মেলনে। সম্মেলনে ছিলেন ম্যানেজার এবং ডামফ্রাইস। সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে দিতে ডামফ্রাইসকে চুম্বন করে ম্যানেজার।
নেদারল্যান্ডসের কোয়ার্টারে যাওয়া নিয়ে প্রথম থেকে একটি ধোঁয়াশা ছিল। কোচ নিজেও অনেকটাই অনিশ্চিত ছিলেন। সাংবাদিক সম্মেলনে সেটা তিনি জানাতে দ্বিধা করেননি। ভ্যান গাল বলেন, প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর ফুটবলারদের সঙ্গে কথা বলি। যদিও আমরা তখন দুই গোলে এগিয়ে। কিন্তু পরের অর্ধে আমেরিকা আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে বলে খেলোয়াড়দের সতর্ক করে দিয়েছিলাম। খেলায় জয় পেয়েছি, সেটা একদিকে খুশির খবর। তবে গোল ব্যবধান আরও বাড়িয়ে নেওয়া যেত। গোল করার বেশ কয়েকটি সুযোগ তৈরি হয়। কিন্তু দল সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। বিশ্বকাপের মতন এই ধরনের আন্তর্জাতিক ম্যাচে সুবর্ণ সুযোগ হারিয়ে ফেলা মোটেই ভালো লক্ষ্মণ নয়। তবে তুলনামূলকভাবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আমাদের খেলা অনেকটাই ভালো। গোল ব্যবধান কম হলেও খেলায় শেষ পর্যন্ত জয় পাওয়ায় আমরা খুশি। পরবর্তী ম্যাচে যতটা সম্ভব ভুল কম করতে হবে।
আরও পড়ুন মেক্সিকোর কোচ তাতা মার্টিনোর ইস্তফা